মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী মাখা যাবে না। ফেলে না দিয়ে কী ভাবে কাজে লাগাবেন? ছবি: সংগৃহীত।
দাম দিয়ে কেনা নামী ব্র্যান্ডের লিপস্টিক। যত্নে ব্যবহার করতে করতে দেখলেন, তার প্রায় পুরোটাই রয়ে গিয়েছে, কিন্তু মেয়াদ ফুরিয়েছে। ফাউন্ডেশন থেকে মাস্কারা, আইশ্যাডো, লিপ বাম-সহ বহু প্রসাধনীই নিয়মিত ব্যবহার করা হয় না। ফলে দেখা যায় এক অথবা দু'বছর পরে মেয়াদ ফুরিয়ে গেলেও, সেগুলি অনেকটা পরিমাণে রয়ে গিয়েছে। ত্বকের চিকিৎসকেরা বলছেন, মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী ব্যবহার করা ঠিক নয়। এতে ত্বকের সমস্যা দেখা দিতে পারে।
তা হলে কি অত প্রসাধনী ফেলেই দিতে হবে? না কি অন্য কোনও ভাবে তা কাজে লাগানো যাবে?
আইশ্যাডো: চোখের মেকআপের জন্য আইশ্যাডো ব্যবহার হলেও তা এতটাই অল্প লাগে যে মেয়াদ ফুরোলেও, জিনিস ফুরোয় না। রকমারি আইশ্যাডো একটি পাত্রে ঢেলে সেগুলি মিশিয়ে স্বচ্ছ নেল পলিশে মিশিয়ে নিতে পারেন। রকমারি আইশ্যাডোর মিশ্রণে নতুন ধরনের রং তৈরি হবে।
লিপ বাম: মেয়াদ উত্তীর্ণ লিপ বাম ঠোঁটে ব্যবহারের দরকার নেই। তবে চাইলে শীতের মরসুমে পা পরিষ্কার করে পায়ের তলায় মাখতেই পারেন। আবার ব্যাগের চেন আটকে গেলে, চাবিতে জং পড়ে গেলে লিপ বাম ঘষে দিতে পারেন। এতে থাকা পিচ্ছিল উপাদানের জন্য আটকে যাওয়া চেন আলগা হয়ে যাবে।
টোনার: মেয়াদ শেষ হওয়া টোনার কাচ, ঘরের টুকিটাকি জিনিসপত্র পরিষ্কারের কাজে লাগাতে পারেন। যদি কোনও টোনারে অ্যালকোহল থাকে, তা পরিষ্কারের জন্য বিশেষ ভাবে কার্যকর হবে।
লিপস্টিক: মেয়াদ উত্তীর্ণ লিপস্টিক কিন্তু ঠোঁটে লাগানো যাবে না। ফেলে দিতে হবে। তবে তুলি বা ইয়ারবাডের সাহায্যে লিপস্টিকের রং দিয়ে আঁকতে পারেন রকমারি ছবি। ফুটিয়ে তুলতে পারেন ফুল থেকে রকমারি নকশা।