এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
বছর দুই ধরে সন্তানকে নিয়ে বাপের বাড়ি থাকছিলেন। যা নিয়ে প্রায়শই বোনের সঙ্গে ঝামেলা হত। শনিবার সেই ঝামেলা চরমে ওঠে। ছাদের উপর কথা কাটাকাটি শুরু হয় দুই বোনের মধ্যে। আচমকাই ঝামেলার মাঝে নিজের ন’মাসের পুত্রকে ছাদ থেকে ফেলে দিলেন এক মহিলা। দোতলা থেকে নীচে পড়ে মৃত্যু!
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বালিয়ার কৃষ্ণা নগর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অঞ্জু দেবী নামে বছর সাতাশের এক যুবতী দু’বছর ধরে পুত্রকে নিয়ে বাপের বাড়ি থাকছিলেন। অঞ্জুর বাপের বাড়িতে থাকা ভালভাবে নিতেন না তাঁর বোন। প্রায়ই দু’জনের মধ্যে ঝামেলা হত। শনিবার ঝামেলার সময়ই নিজের পুত্রকে ছাদ থেকে নীচে ফেলে দেন অঞ্জু। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি তাকে। চিকিৎসকেরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
বালিয়ার পুলিশ সুপার ওমভির সিংহ জানিয়েছেন, অভিযুক্ত মহিলাকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে ঘটনা সম্পর্কে জানার চেষ্টা চলছে। মৃত শিশুর ঠাকুমা শোভা দেবীর অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রেম করে বিয়ে করেন অঞ্জু। কিন্তু দু’বছর হল তিনি মায়ের কাছেই থাকছিলেন। মাস দু’য়েক হল তাঁর বড় দিদি মনীষাও বাপের বাড়িতে থাকা শুরু করেন। নানা কারণে দুই বোনের মধ্যে ঝামেলা হত। শনিবার তা চরমে ওঠে।