— প্রতিনিধিত্বমূলক চিত্র।
রাতের অন্ধকারে ঘরে ঢুকে ঘুমন্ত মহিলাদের উপর হামলা চালানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। উত্তরপ্রদেশের গোরক্ষপুরে ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম অজয় নিষাদ। গত কয়েক মাসে একাধিক বার এমন ঘটনা ঘটিয়েছেন তিনি। বেছে বেছে মহিলাদের নিশানা করতেন অজয়। রাতের অন্ধকারে ঘরে ঢুকে ঘুমন্ত মহিলাদের মাথায় ভারী কোনও অস্ত্র দিয়ে আঘাত করতেন। সেই আঘাতের অভিঘাতে অগস্ট মাসে এক মহিলার মৃত্যু পর্যন্ত হয়েছে। প্রথম দিকে চুরির উদ্দেশ্য নিয়ে ঢুকলেও পরের দিকে এটাই নেশা হয়ে দাঁড়িয়েছিল অজয়ের।
পুলিশ সূত্রে খবর, ২০২২ সালে একটি শিশু নির্যাতনের মামলাতেও নাম জড়িয়েছে অজয়ের। সে বার ছ’মাসের জেলও হয় তাঁর। কিন্তু জেল থেকে বেরিয়েই অজয় অপরাধের নতুন ফন্দি আঁটতে শুরু করেন। সেই মতো গত ৩০ জুলাই প্রথম হামলা করেন তিনি। একটি ঘরে ঢুকে ঘুমন্ত মহিলার মাথায় জোরালো আঘাত করার পর কিছু গয়না নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান। এর পর থেকে চুরি নয়, বরং ঘরে ঢুকে মহিলাদের নিশানা করাই নেশা হয়ে দাঁড়ায় তাঁর। গোরক্ষপুর পুলিশের আধিকারিক গৌরব গ্রোভার জানাচ্ছেন, এর পরের ঘটনাটি ঘটে গত ১২ অগস্ট। সেই ঘটনায় অজয় একই ধাঁচে ঘরে ঢুকে ঘুমন্ত এক মহিলার মাথায় এত জোরে আঘাত করেছিলেন যে, প্রচুর রক্তক্ষরণের জেরে মৃত্যু হয় ওই মহিলার। এর পরেও থামেননি অজয়। ২৬ অগস্ট, ১০ নভেম্বর এবং ১৪ নভেম্বর একই কায়দায় আরও তিন মহিলার উপর হামলা করেন তিনি।
তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অজয়কে শনাক্ত করে পুলিশ। শেষমেশ রবিবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। আক্রান্ত মহিলাদের বয়ানও রেকর্ড করেছে পুলিশ। ধৃতের ঘর থেকে কয়েকটি ভোঁতা অস্ত্রও পাওয়া গিয়েছে, যা দিয়ে তিনি মহিলাদের উপর হামলা চালাতেন বলে পুলিশের অনুমান। উদ্ধার হয়েছে একটি লোহার রড এবং খাটের পায়াও। কেন ওই ধরনের ঘটনা ঘটাতেন ওই যুবক, তা জানতে ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ধৃতের কঠোর শাস্তি চেয়ে শীঘ্রই তাঁকে একটি ফাস্ট ট্র্যাক আদালতে হাজির করানো হবে বলে পুলিশ সূত্রে খবর।