China

ছুরি দিয়ে খুন আট জনকে, জখম ১৭! চিনে নিজের কলেজের পড়ুয়াদের উপর আক্রমণ চালানো তরুণ গ্রেফতার

ধৃত তরুণের বয়স ২১ বছর। তিনি পূর্ব চিনের উক্সি শহরের বাসিন্দা। স্থানীয় উক্সি ভোকেশনাল ইনস্টিটিউট অফ আর্টস অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ২৩:১২
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

নিজের কলেজের চৌহদ্দির মধ্যেই আট জনকে ছুরির আঘাতে খুন করলেন ২১ বছরের এক ছাত্র! জখম ১৭ জন। শনিবার সন্ধ্যায় চিনের উক্সি শহরের ঘটনা। অভিযুক্ত তরুণকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, ধৃত তরুণ পূর্ব চিনের উক্সি শহরের বাসিন্দা। তিনি স্থানীয় উক্সি ভোকেশনাল ইনস্টিটিউট অফ আর্টস অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ঘটনাটি ঘটে। সেই সময় কলেজের ক্যাম্পাসে বহু পড়ুয়ার ভিড় ছিল। তখনই আচমকা ছুরি নিয়ে পড়ুয়াদের উপর ঝাঁপিয়ে পড়েন ওই তরুণ। ঘটনায় এখনও পর্যন্ত আট জনের মৃত্যু হয়েছে। জখম ১৭ জন। তাঁদের মধ্যে অনেকেরই আঘাত গুরুতর। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্প্রতি ওই তরুণ কোনও এক পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন। ফলে তিনি স্নাতক স্তরের শংসাপত্র পাননি। পাননি বৃত্তির টাকাও। সম্ভবত সেই কারণেই রাগের মাথায় এমন কাণ্ড ঘটিয়েছেন তরুণ। তবে ঘটনার নেপথ্যে আর কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তরুণকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

চলতি সপ্তাহেই দক্ষিণ চিনের ঝুহাই শহরে বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গিয়েছে অন্তত ৩৫ জনের। আহত হয়েছেন বহু মানুষ। ঘটনায় বৃদ্ধ গাড়িচালককে গ্রেফতার করে পুলিশ। তদন্তে জানা গিয়েছে, মানসিক অবসাদের জেরে বিপত্নীক ওই বৃদ্ধ এমনটা ঘটিয়েছিলেন।

চলতি মাসের শুরুতে বেজিংয়ের একটি প্রাথমিক বিদ্যালয়ের কাছে অতর্কিতে ছুরি হামলায় আহত হয়েছিল তিন শিশু-সহ পাঁচ জন। তারও আগে সেপ্টেম্বরে সাংহাইয়ের একটি সুপারমার্কেটে ছুরি হামলায় তিন জনের মৃত্যু হয়। গত কয়েক মাসে চিনের বিভিন্ন প্রদেশে একের পর এক হামলার ঘটনায় চাপ বেড়েছে প্রশাসনের।

Advertisement
আরও পড়ুন