Odisha

চার বছরের শিশুকে ধর্ষণের পর পাথর দিয়ে থেঁতলে খুন! ওড়িশায় ধরা পড়লেন প্রতিবেশী যুবক

শুক্রবার রাতে ওড়িশার বারগড় জেলার মহুলপালি গ্রামের অদূরের জঙ্গল থেকে নিহত শিশুর নগ্ন, ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। বারগড়ের পুলিশ সুপার প্রহ্লাদ মীনা জানিয়েছেন, অভিযুক্ত যুবকের বয়স ২০ বছর।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ১৭:১৮
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

চার বছরের শিশুকে ধর্ষণের পর পাথর দিয়ে থেঁতলে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। শুক্রবার ওড়িশার বারগড় জেলায় ঘটনাটি ঘটেছে। ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

শুক্রবার রাতে ওড়িশার বারগড় জেলার মহুলপালি গ্রামের অদূরের জঙ্গল থেকে নিহত শিশুর নগ্ন, ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। বারগড়ের পুলিশ সুপার প্রহ্লাদ মীনা জানিয়েছেন, অভিযুক্ত যুবকের বয়স ২০ বছর। তিনি নির্যাতিতার পরিবারের জমিতে ক্ষেতমজুরের কাজ করতেন। শুক্রবার দুপুরে মাছ ধরতে নিয়ে যাওয়ার অজুহাতে ওই শিশু-সহ তিন জনকে ভুলিয়ে জঙ্গলের দিকে নিয়ে যান ওই যুবক। এর পর অন্য দুই শিশুকে চলে যেতে বলেন। অভিযোগ, এর পরেই চার বছরের ওই শিশুটিকে ধর্ষণ করে খুন করেন অভিযুক্ত। পাথর দিয়ে থেঁতলে দেওয়া হয় তার মাথা।

দীর্ঘ ক্ষণ কেটে গেলেও শিশুটি বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে শিশুটির পরিবার। শেষমেশ শুক্রবার রাতে জঙ্গল থেকে তার দেহ উদ্ধার হয়। নিহত শিশুটির পরিবারের অভিযোগ, এর পর তাঁরা প্রতিবেশী ওই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করলে তিনি অপরাধের কথা স্বীকার করে নেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযোগ এবং তথ্যপ্রমাণের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। শনিবার সন্ধ্যায় তাঁকে বিশেষ পকসো আদালতে হাজির করানো হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অতীতে শিশুটির পরিবারের সঙ্গে টাকা সংক্রান্ত বিবাদের জেরেই এই ঘটনা ঘটিয়েছেন যুবক। ইতিমধ্যেই ঘটনাস্থল ঘুরে গিয়েছে ডগ স্কোয়াড এবং ফরেন্সিক দল। শনিবার শিশুটির দেহের ময়নাতদন্ত হয়েছে। নিহত শিশুর রক্তের নমুনার সঙ্গে অভিযু্ক্তের জামায় লাগা রক্তের দাগের নমুনা মিলিয়ে দেখা হচ্ছে। খুনে ব্যবহৃত পাথরটিও খুঁজে পেয়েছে পুলিশ। ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে তা-ও।

Advertisement
আরও পড়ুন