কেন্দ্রীয় হস্তক্ষেপে বিমানের টিকিটের দাম কমেছে বলে জানালেন মন্ত্রী জ্যোতিরাদিত্য। ফাইল চিত্র।
কেন্দ্রের তরফে বার্তা দেওয়া হয়েছিল আগেই। এ বার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য শিন্ডের হস্তক্ষেপে বিমানের ভাড়া ১৪ থেকে ৬১ শতাংশ পর্যন্ত কমল। জ্যোতিরাদিত্য এই ঘোষণা করে বললেন, ‘‘আমি আনন্দিত যে দিল্লির সঙ্গে শ্রীনগর, লেহ্, পুণে এবং মুম্বইয়ের সংযোগকারী ফ্লাইটের ভাড়া কমানো হয়েছে।’’ অন্য রুটগুলিতেও ভাড়া কমানো হচ্ছে বলে জানান তিনি।
বিমান চলাচল নিয়ামক সংস্থা ডিজিসিএ (ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন)-এর সুপারিশ মেনেই এই পদক্ষেপ বলে জানান মন্ত্রী জ্যোতিরাদিত্য। মে মাসের গোড়ায় গো-ফার্স্টের পরিষেবা বন্ধ হয়েছিল। গত সপ্তাহে ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় পরে আরও বাড়ে বিমানের টিকিটের ভাড়া। এই অবস্থায় সোমবার বিমান পরিষেবা সংস্থাগুলিকে টিকিটের দাম যাতে মানুষের আয়ত্তের মধ্যে থাকে, তার জন্য সক্রিয় হতে বলেছিল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।
বস্তুত, বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার পরেই ডিজিসিএ বিমান সংস্থাগুলিকে টিকিটের দামে রাশ টানতে বলেছিল। কিন্তু তাতে ফল মেলেনি বলে অভিযোগ। চলতি সপ্তাহে, কলকাতা থেকে চেন্নাই যাওয়ার ভাড়া দাঁড়ায় ৫০,০০০ টাকা। যা কিনা স্বাভাবিকের থেকে প্রায় পাঁচ গুণ। একই অবস্থা বেঙ্গালুরুর বিমানের ভাড়ার ক্ষেত্রেও। যদিও সংস্থাগুলির দাবি ছিল, কেন্দ্রের স্থির করে দেওয়া নিয়ম মেনেই ভাড়া স্থির করছে তারা। কিন্তু এ নিয়ে মোদী সরকারকে তোপ দেগেছিলেন বিরোধীরা। এ বার মন্ত্রীর হস্তক্ষেপে কমতে চলেছে ভাড়া।