Niramala Sitharaman

অপরিবর্তিত ব্যক্তিগত আয়কর কাঠামো, রিটার্ন জমা দিতে হবে না ৭৫ বছরের বেশি বয়সিদের

বাজেটে নজর ছিল আয়কর ছাড়ে। রাজকোষে চাপ না বাড়ানোর সিদ্ধান্তই নিলেন অর্থমন্ত্রী।

Advertisement
সংবাদসংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২১ ১৪:১৩
আয়কর পরিকাঠামোয় তেমন পরিবর্তন নেই।

আয়কর পরিকাঠামোয় তেমন পরিবর্তন নেই।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ‘সংস্কারী বাজেটে’ অপরিবর্তিতই রইল কর পরিকাঠামো। তবে এরই মধ্যে সামান্য স্বস্তি পেলেন ৭৫ বছরের বেশি বয়সি নাগরিকরা। অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, পঁচাত্তোরোর্ধ্ব পেনশনভোগীদের আর আয়কর রিটার্ন জমা দিতে হবে না।

এ বারের বাজেটে নজর ছিল আয়কর ছাড়ের দিকে। অর্থনীতিবিদদের একটা বড় অংশের মত ছিল, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে হলে আয়করে ছাড় দিতে হবে। তবে সে ক্ষেত্রে যে রাজকোষে টান পড়ার প্রবল আশঙ্কা থাকত, তা-ও স্বীকার করেছিলেন বিশেষজ্ঞরা। সোমবারের বাজেটে দেখা গেল রাজকোষে আর চাপ না বাড়ানোর সিদ্ধান্তই নিলেন অর্থমন্ত্রী। ছাড় পেলেন শুধু ৭৫ বছরের বেশি বয়সিরা। যাঁদের আয়ের একমাত্র সূত্র পেনশন বা জমা সঞ্চয় থেকে পাওয়া সুদ, তাঁদের আয়কর রিটার্ন জমা করতে হবে না। কর সংক্রান্ত আর যা যা ঘোষণা করলেন অর্থমন্ত্রী—

Advertisement
  • শেয়ার ডিভিডেন্ট থেকে আর কর কাটা হবে না।
  • ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি সংস্থাগুলির জন্য কর ছাড় দেওয়ার ঘোষণা হয়েছে। প্রত্যক্ষ কর কাঠামোয় ধারাবাহিক সংস্কার করার কথা বলেছেন অর্থমন্ত্রী।
  • আয়কর জমা দেওয়ার ক্ষেত্রে করদাতাদের যাতে কোনও রকম জটিলতায় না পড়তে হয়, তার জন্য বিশেষ ট্রাইব্যুনাল তৈরি করা হবে।
  • দেরিতে ইপিএফ জমা দেওয়া ঠেকাতে সংস্থাগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সুপারিশ।
  • গুরতর কর ফাঁকি দেওয়ার ঘটনায় ফের তদন্তের জন্য লাগবে চিফ কমিশনারের অনুমোদন।
  • জিএসটি আদায় সরল করা হবে।
আরও পড়ুন
Advertisement