পার্কিং লট ধসে যাওয়ার সেই দৃশ্য। ছবি: সংগৃহীত।
পঞ্জাবের মোহালিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতলা পার্কিং লট। বহু গাড়ি, বাইক সেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে গিয়েছে। বুধবার দুপুর পৌনে ১টা নাগাদ ঘটনাটি ঘটেছে মোহালির সেক্টর ৮৩-তে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, যে পার্কিং লটটি ভেঙে পড়েছে, তার পাশেই একটি ভবনে বেশ কয়েকটি অফিস রয়েছে। ওই অফিসের কর্মীরা তাঁদের গাড়ি দোতলা পার্কিং লটে রাখেন। যে সময় পার্কিং লট ভেঙে পড়েছিল, সেই সময় সেখানে কেউ ছিলেন না। না হলে বহু প্রাণহানির ঘটনা ঘটতে পারত বলে জানিয়েছে পুলিশ।
#WATCH | Punjab: Several vehicles were damaged after a parking lot collapsed in Mohali's Sector 83 area yesterday
— ANI (@ANI) June 14, 2023
(CCTV visuals) pic.twitter.com/KFBQJ4ge1o
মোহালির ডেপুটি পুলিশ সুপার (ডিএসপি) হরসিমরন সিংহ জানিয়েছেন, ৯-১০টি বাইক এবং ১২টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, পার্কিং লটের পাশেই একটি নির্মাণকাজ চলছিল। ভারী যন্ত্র দিয়ে মাটি খোঁড়াখুঁড়ির কাজ চলছিল। ফলে পার্কিং লটের ভিত দুর্বল হয়ে পড়েছিল ধীরে ধীরে। বুধবার খোঁড়াখুঁড়ির কাজ চলতে থাকায় পুরো ধসে যায় পার্কিং লট।
ডিএসপি জানিয়েছেন, একটি মামলা রুজু করা হয়েছে। কী ভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। মাটি খোঁড়াখুঁড়ির কারণে পার্কিং লটের ভিত ধসে গিয়েছে, না কি অন্য কোনও কারণ আছে তা তদন্ত করে দেখা হবে। দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। পার্কিং লট ভেঙে পড়ার ভয়ঙ্কর ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।