Islamic State

আইএস জঙ্গিগোষ্ঠীর হয়ে ভারতে নাশকতার চক্রান্ত, দিল্লির এনআইএ আদালতে সাজা দু’জনের

জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) ২০১৮ সালের ১২ অগস্ট নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী ‘ইসলামিক স্টেট’ (আইএস)-এর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আবদুল্লা বাসিত এবং আব্দুল কাদিরকে গ্রেফতার করেছিল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৩ ১৬:৩৭
Two men get 5 years jail term by special NIA court for promoting ISIS terror activities in India

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী ‘ইসলামিক স্টেট’ (আইএস)-এর সঙ্গে যুক্ত থাকার অপরাধে দু’জনকে দোষী সাব্যস্ত করল দিল্লির বিশেষ আদালত। আবদুল্লা বাসিত এবং আব্দুল কাদির নামে ওই দুই জঙ্গিকে ভারতে তহবিল সংগ্রহ এবং নাশকতামূলক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে পাঁচ বছরের জেলের সাজা দেওয়া হয়েছে।

Advertisement

জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) ২০১৮ সালের ১২ অগস্ট আবদুল্লা এবং আব্দুলকে গ্রেফতার করেছিল। তারা এশিয়ার বৃহত্তম জঙ্গিগোষ্ঠী আইএসের আবুধাবি মডিউলের সঙ্গে সরাসরি যুক্ত ছিল বলে এনআইএ চার্জশিটে দাবি করা হয়। দিল্লির বাসিন্দা ওই দুই জঙ্গি ভারতে নাশকতা ছড়ানোর চক্রান্তে জড়িত ছিল এবং ভারতীয় মুসলিম যুবকদের আইএসে যোগ দেওয়ার জন্য মগজ ধোলাইয়ের কাজে যুক্ত ছিল বলেও তদন্তে উঠে আসে বলে দাবি করে এনআইএ।

বৃহস্পতিবার তদন্তকারী সংস্থার দেওয়া সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ধৃত দু’জনের বিরুদ্ধে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী আইএসের সঙ্গে যোগাযোগের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানায় আদালত। ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা, বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ) এবং বিস্ফোরক আইনে আবদুল্লা এবং আব্দুলকে ‘দোষী’ সাব্যস্ত করে। পাঁচ বছরের জেলের পাশাপাশি দু’হাজার টাকা করে জরিমানা হয় ধৃত দুই জঙ্গির।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement