MP Tower Collapse

হাইভোল্টেজ বিদ্যুতের টাওয়ার ভেঙে পড়ল হুড়মুড়িয়ে! বাংলার তিন শ্রমিকের মৃত্যু মধ্যপ্রদেশে

মধ্যপ্রদেশে হাইভোল্টেজ বিদ্যুতের টাওয়ারে কাজ করার সময়ে তা ভেঙে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁরা পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গিয়েছে। তবে এখনও মৃতদের পরিচয় স্পষ্ট নয়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৫
মধ্যপ্রদেশের গ্রামে বিদ্যুতের টাওয়ার ভেঙে পড়েছে।

মধ্যপ্রদেশের গ্রামে বিদ্যুতের টাওয়ার ভেঙে পড়েছে। ছবি: পিটিআই।

হাইভোল্টেজ বিদ্যুতের টাওয়ার ভেঙে পড়ে মৃত্যু হল পশ্চিমবঙ্গের তিন শ্রমিকের। টাওয়ারে সংস্কারের কাজ করছিলেন তাঁরা। আমচকা সেটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বিশাল টাওয়ারে চাপা পড়ে যান তিন জন। এই ঘটনায় আরও কয়েক জন আহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

Advertisement

মধ্যপ্রদেশের সীধী জেলার আমদাদ গ্রামের ঘটনা। সেখানেই পরিযায়ী শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন বাংলার তিন শ্রমিক। এখনও তাঁদের নাম, পরিচয় জানা যায়নি। পিটিআই জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে টাওয়ারে কাজ করছিলেন শ্রমিকেরা। টাওয়ারটি বদলানোর কাজ চলছিল। পুরনো টাওয়ার সরিয়ে ওই স্থানে নতুন টাওয়ার বসানো হচ্ছিল। বেলা সাড়ে ১২টা নাগাদ আচমকা একটি টাওয়ার ভেঙে পড়ে। এত দ্রুত টাওয়ার ভাঙে যে, সেখান থেকে সরে যাওয়ারও সময় পাননি শ্রমিকেরা।

টাওয়ার ভেঙে পড়ে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে আর এক জনের মৃত্যু হয়। তিন জনই পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গিয়েছে। তবে কোন জেলা থেকে তাঁরা মধ্যপ্রদেশে কাজ করতে গিয়েছিলেন, তা এখনও জানা যায়নি। সীধীর পুলিশ সুপার রবীন্দ্র বর্মা জানিয়েছেন, এই ঘটনায় মোট আহতের সংখ্যা ছ’জন। রেওয়া জেলার সঞ্জয় গান্ধী মেডিক্যাল কলেজে তাঁদের চিকিৎসা চলছে। মৃতেরা পশ্চিমবঙ্গের কোন জেলার বাসিন্দা, খোঁজ নিচ্ছে পুলিশ। সেই অনুযায়ী তাঁদের পরিবারকে খবর দেওয়া হবে।

Advertisement
আরও পড়ুন