BJP and Congress

অনুদানে তিন গুণ আয়বৃদ্ধি বিজেপি ও কংগ্রেসের

পরিসংখ্যান উদ্ধৃত করে স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর) বলছে, ২০২২-২৩ সালে বিজেপি নির্বাচনী বন্ডের মাধ্যমে অনুদান পেয়েছিল ১৩০০ কোটি টাকা।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ০৮:৩৮
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর: ২০ হাজার বা তার বেশি টাকা অনুদানের হিসাব ধরলে ২০২৩-২৪ অর্থবর্ষে সেখান থেকে বিজেপির আয় হয়েছে প্রায় ২২৪৪ কোটি টাকা। এ ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তি, ট্রাস্ট বা কর্পোরেট সংস্থার কাছ থেকে বিজেপির পাওয়া অনুদানের অঙ্ক ২০২২-২৩ অর্থবর্ষের চেয়ে তিন গুণেরও বেশি বেড়েছে ২০২৩-২৪ অর্থবর্ষে। আয় কম হলেও পিছিয়ে নেই কংগ্রেসও। ২০ হাজার বা তার বেশি টাকা অনুদানের ক্ষেত্রে ২০২২-২৩ অর্থবর্ষে কংগ্রেসের আয় হয়েছিল ৭৯.৯ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে সেটিই দাঁড়িয়েছে ২৮৮.৯ কোটিতে। অর্থাৎ, এ ক্ষেত্রেও অঙ্কটা বেড়েছে তিন গুণেরও বেশি। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে এই পরিসংখ্যান জানা গিয়েছে।

Advertisement

পরিসংখ্যান উদ্ধৃত করে স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর) বলছে, ২০২২-২৩ সালে বিজেপি নির্বাচনী বন্ডের মাধ্যমে অনুদান পেয়েছিল ১৩০০ কোটি টাকা। কংগ্রেস পেয়েছিল ১৭১ কোটি টাকা। সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক বলে বাতিল করার পরে এখন রাজনৈতিক দলগুলি অনুদান সরাসরি কিংবা নির্বাচনী ট্রাস্টের মাধ্যমে পায়। তথ্য বলছে, বিজেপি ও কংগ্রেস ২০২৩-২৪ অর্থবর্ষে সবচেয়ে বেশি অনুদান পেয়েছে প্রুডেন্ট
ইলেক্টোরাল ট্রাস্টের মাধ্যমে। বিজেপি পেয়েছে ৭২৪ কোটি, কংগ্রেস ১৫৬ কোটি টাকা।

২০২৩-২৪ সালে প্রুডেন্ট ট্রাস্টের থেকে পাওয়া চাঁদার অঙ্কে দ্বিতীয়
স্থানে রয়েছে কে চন্দ্রশেখর রাওয়ের দল বিআরএস। তারা পেয়েছে ৫৮০ কোটি টাকা।

সংবাদ সংস্থা

Advertisement
আরও পড়ুন