Rahul Gandhi-Amit Shah

শাহকে ‘খুনি’ বলে নিশানা! রাহুলের বিরুদ্ধে মানহানি মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিল

২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে চাইবাসায় এক জনসভায় বক্তৃতা করতে গিয়ে রাহুল গান্ধী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘খুনি’ বলে উল্লেখ করেন। তার পরই রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১৩:১৮
Supreme Court stays defamation case against Rahul Gandhi for remarks on Amit Shah

(বাঁ দিকে) অমিত শাহ এবং রাহুল গান্ধী (ডান দিকে)। —ফাইল চিত্র।

সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে ঝাড়খণ্ড আদালতে মামলা হয়। সেই মামলার শুনানির উপর স্থগিতাদেশ জারি করল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট ঝাড়খণ্ড সরকার এবং অভিযোগকারী নবীন ঝা-কে নোটিস পাঠানোর নির্দেশ দিয়েছে।

Advertisement

২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে চাইবাসায় এক জনসভায় বক্তৃতা করতে গিয়ে রাহুল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘খুনি’ বলে নিশানা করেন। সেই মন্তব্য করে রাহুল অবমাননা করেছেন শাহকে, এমন অভিযোগ তুলে মামলা করেছিলেন বিজেপি কর্মী নবীন। রাঁচীর ম্যাজিস্ট্রেট আদালতে মামলা বাতিলের আবেদনও জানানো হয়। কিন্তু বিচারক তা খারিজ করে মামলা পর্যালোচনা করার সিদ্ধান্ত নেন। রাহুলকে সশরীরে হাজিরার নির্দেশ দেন তিনি।

সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ঝাড়খণ্ড হাই কোর্টে আবেদন করেন রাহুল। যদিও সেখানে ধাক্কা খান তিনি। হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, তাঁর (রাহুল) মন্তব্য প্রাথমিক ভাবে মানহানিকর প্রকৃতির। হাই কোর্টে আবেদন খারিজ হতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাহুল।

সোমবার বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে রাহুলের মামলার শুনানি ছিল। রাহুলের পক্ষে শীর্ষ আদালতে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি আবেদন করেন, যাঁর সম্পর্কে মন্তব্য করা হয়েছে, তিনি মামলা করতে পারেন। সে ক্ষেত্রে কোনও তৃতীয় পক্ষ কী ভাবে মামলা করলেন? শুনানি শেষে শীর্ষ আদালত ঝাড়খণ্ড আদালতে চলা শুনানিতে আপাতত স্থগিতাদেশ জারি করেছে । সেই সঙ্গে মামলাকারী এবং ঝাড়খণ্ড সরকারকে নোটিস পাঠিয়ে জবাব তলব করেছে।

Advertisement
আরও পড়ুন