Ram Mandir Inauguration

হাসপাতাল থেকে অফিস বন্ধ! অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে ছুটি দিল কোন কোন রাজ্য?

হাসপাতাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি ব্যাঙ্ক থেকে সরকারি অফিস— রামমন্দির উদ্বোধন উপলক্ষে যেখানে যেখানে ছুটি থাকছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৪ ২১:৪৭
রামমন্দির।

রামমন্দির। —ফাইল চিত্র।

আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে আগেই কেন্দ্রের তরফে ঘোষণা হয়েছে অর্ধদিবসের ছুটি। তার পর থেকে রাজ্যে-রাজ্যে ছুটি ঘোষণা হয়েছে। কোথাও অর্ধদিবস তো কোথাও পুরো দিন— রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে ছুটির কথা জানাল বিভিন্ন রাজ্য।

Advertisement

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিসই আগামী ২২ জানুয়ারি অর্ধদিবসের পর ছুটি হয়ে যাবে। ওই দিন বেলা আড়াইটে পর্যন্ত খোলা থাকবে কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান। এমনকি, এই তালিকায় রয়েছে দিল্লি এমসও।

যে যে রাজ্যে ২২ জানুয়ারি ছুটি

ত্রিপুরা

আগামী ২২ জানুয়ারি অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে বিজেপি শাসিত ত্রিপুরা সরকার। ওই দিন ওই রাজ্যের সমস্ত সরকারি প্রতিষ্ঠান দুপুর আড়াইটের পর বন্ধ থাকছে। বিবৃতিতে অসম সরকার জানিয়েছে, রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে সকলে যাতে অংশ নিতে পারে, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ছত্তীসগঢ়

ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই বৃহস্পতি ঘোষণা করেছেন যে আগামী ২২ জানুয়ারি অযোধ্যা রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান উপলক্ষে রাজ্যের সরকারি অফিস বেলা আড়াইটের পর বন্ধ হয়ে যাবে।

উত্তরপ্রদেশ

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন, রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরকারি অফিস আগামী সোমবার, ২২ জানুয়ারি সম্পূর্ণ দিন বন্ধ থাকবে। ওই দিন কোনও মদের দোকানে তালা খুলবে না।

মধ্যপ্রদেশ

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব জানিয়ে দিয়েছেন আগামী ২২ জানুয়ারী রাজ্যের স্কুলগুলিতে ছুটি থাকবে। তা ছাড়াও ওই দিন রাজ্যে ‘শুখা দিন’। অর্থাৎ, মধ্যপ্রদেশের কোনও মদের দোকান বা বার খোলা থাকবে না। রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে মধ্যপ্রদেশের সরকারি অফিস বেলা আড়াইটের পর্যন্ত বন্ধ হয়ে যাবে বলে বিবৃতি দিয়ে জানিয়েছে মোহন যাদব সরকার।

গোয়া

আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দির উদ্বোধনের দিন গোয়ায় সম্পূর্ণ দিন ছুটি। স্কুল থেকে অফিস, বন্ধ থাকবে সব কিছু।

হরিয়ানা

আগামী সোমবার হরিয়ানায় সমস্ত স্কুল বন্ধ থাকবে। ওই দিন মদ্যপানে নিষেধাজ্ঞা জারি করেছে সে রাজ্যের সরকার।

ওড়িশা

ওড়িশা সরকারও অযোধ্যার রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে। সোমবার সরকারি অফিস থেকে আদালত, বেলা আড়াইটে পর্যন্ত ছুটি।

অসম

অসম সরকারও ২২ জানুয়ারি অর্ধদিবস ছুটি দিয়েছে। স্কুল থেকে রাজ্য সরকারি অফিস— সবার জন্য ‘হাফ ছুটি’ থাকছে।

রাজস্থান

রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা আগামী ২২ জানুয়ারি রাজ্যে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছেন, বৃহস্পতিবার রাতে বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান।

গুজরাত

শুক্রবার গুজরাত সরকার জানিয়ে দিয়েছে অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে অর্ধদিবস ছুটি। বৃহস্পতিবার রাতেওই মর্মে একটি বিবৃতি জারি করে সরকার।

চণ্ডীগঢ়

অযোধ্যায় রামমন্দিরের প্রতিষ্ঠা উপলক্ষে কেন্দ্রশাসিত চণ্ডীগঢ়েও অর্ধদিবস ছুটি থাকবে।

উত্তরাখণ্ড

আগামী ২২ জানুয়ারি উত্তরাখণ্ডের সমস্ত সরকারি অফিস বন্ধ হয়ে যাবে দুপুর পর্যন্ত। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকবে।

মহারাষ্ট্র

অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। কেন্দ্রের পথ অবলম্বন করে অর্ধদিবস ছুটি দেওয়া হয়েছে। পরে স্টক মার্কেট এক্সচেঞ্জ জানিয়েছে, শনিবার তারা সারা দিন কাজ করবে। ২২ জানুয়ারি বন্ধ থাকবে ব্যবসা।

পুদুচেরি

পুদুচেরির মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী জানিয়েছেন কেন্দ্রশাসিত রাজ্যটিতে ‘হাফ ছুটি’ থাকবে আগামী ২২ জানুয়ারি।

দিল্লি

দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ঘোষণা করেছেন আগামী ২২ জানুয়ারি অর্ধদিবস ছুটি থাকবে। শনিবার দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিন আড়াইটে পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে।

এ ছাড়াও কিছু বেসরকারি ব্যাঙ্ক, শিক্ষা প্রতিষ্ঠান আগামী ২২ জানুয়ারি অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে। ওই তালিকায় রয়েছে এ রাজ্যের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।

Advertisement
আরও পড়ুন