—ফাইল চিত্র।
শীতে ত্বকের আর্দ্রতা কমে যায়। শুষ্ক ত্বকে পুুষ্টি যোগাতে পারে মধু। ঘরোয়া কয়েকটি উপাদানের সঙ্গে মধু মিশিয়ে তৈরি করে নিন রূপটান। রূপটান শিল্পীরা বলছেন, ওই ফেসপ্যাক নিয়মিত লাগালে ত্বক উজ্জ্বল হওয়ার পাশাপাশি ব্ল্যাকহেডসের সমস্যাও মিটবে। আবার ত্বক থেকে বলিরেখাও দূর হবে।
কী ভাবে ব্যবহার করবেন?
১। আধ টেবিল চামচ মধু, আধ টেবিল চামচ হলুদ এবং আধ টেবিল চামচ বেকিং সোডা একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে নিন। ১০-১৫ মিনিট রেথে। তার পরে হালকা হাতে আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে ত্বকের মৃত কোষ তোলার চেষ্টা করুন। পরে ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন।
২। এক টেবিল চামচ মধু, এক চা চামচ অলিভ অয়েল এবং এক চা চামচ দই ভাল করে মিশিয়ে মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন। পরিষ্কার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে ফেলুন।
কেন উপকারী?
মধুতে আছে ব্যাক্টেরিয়ারোধী উপাদান। এ ছাড়া মধু ত্বকের তারুণ্য ধরে রাখার জন্য প্রয়োজনীয় দুই উপাদান কোলাজেন এবং ইলাস্টেন উৎপাদনেও সাহায্য করে। পাশাপাশি, মধু ত্বকে আর্দ্রতাও জোগাতে পারে। তাই মধু দিয়ে শীতে ত্বকের যত্ন নিলে ত্বক ভাল থাকবে।