Arunachal Pradesh

জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে তিন পড়ুয়ার মৃত্যু হল অরুণাচলের স্কুলে, জখম আরও তিন

শনিবার সকালে নাহরলাগুন এলাকার মডেল গ্রামের সেন্ট আলফোনসা স্কুলের ওভারহেড জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে। সে সময় কয়েক জন ছাত্র স্কুলের উঠোনে খেলছিল। তাদের উপরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ট্যাঙ্কটি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ১৬:৫৪
ভেঙে পড়া জলের ট্যাঙ্ক।

ভেঙে পড়া জলের ট্যাঙ্ক। ছবি: পিটিআই।

জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে তিন জন পড়ুয়ার মৃত্যু হল অরুণাচল প্রদেশের স্কুলে। শনিবার সকালে অরুণাচলের নাহরলাগুনে ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় জখম হয়েছে আরও তিন খুদে। স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, শনিবার সকালে নাহরলাগুন এলাকার মডেল গ্রামের সেন্ট আলফোনসা স্কুলের ওভারহেড জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে। সে সময় কয়েক জন ছাত্র স্কুলের উঠোনে খেলছিল। তাদের উপরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ট্যাঙ্কটি। আহত হয় বেশ কয়েক জন ছাত্র। তড়িঘড়ি আহত পড়ুয়াদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসক তিন পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন। বাকি তিন ছাত্রও গুরুতর জখম হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। তারা এখনও চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তিন জনই ওই স্কুলের নবম শ্রেণির ছাত্র। বাকি যারা আহত হয়েছে, তাদের মধ্যে দু’জন ষষ্ঠ এবং অপরজন সপ্তম শ্রেণির পড়ুয়া। নাহরলাগুনের পুলিশ সুপার মিহিন গাম্বো জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, জলের ট্যাঙ্কটিতে ধারণক্ষমতার অতিরিক্ত জল ছিল। সে কারণেই বিপত্তি। ঘটনার পরেই স্কুলের অধ্যক্ষ, মালিক এবং চার কর্মীকে আটক করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃত ছাত্রদের দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী ভাবে ওই ট্যাঙ্কটি ভেঙে পড়ল, তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।

Advertisement
আরও পড়ুন