দোকান থেকে প্রায় সাড়ে চার লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট দেন অভিযুক্তেরা। — নিজস্ব চিত্র।
ক্রেতা সেজে দোকানে প্রবেশ করেছিলেন বলে অভিযোগ। আর তা করেই দোকান থেকে প্রায় সাড়ে চার লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট দেন অভিযুক্তেরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহ শহরের গৌড় রোড এলাকায়।
মালদহ শহরের গৌড় রোডে দোকানটি চালান প্রিয়া রায় নামে এক মহিলা। দু’বছর আগে তাঁর স্বামী মারা গিয়েছেন। দুই ছেলে-মেয়েকে মানুষ করার পাশাপাশি দোকানের দায়িত্বও প্রিয়ার কাঁধেই। বুধবার বিকেলে তাঁর দোকানে গয়না কিনতে প্রবেশ করেছিলেন কয়েক জন। প্রিয়া জানান, মেয়ের বিয়ের গয়না দেখতে এসেছেন বলে দাবি করেন ওই ক্রেতা। হিন্দিতে কথা বলছিলেন তিনি। গয়না দেখার নাম করেই প্রায় সাড়ে চার ভরি ওজনের সোনার গয়না নিয়ে চম্পট দেন অভিযুক্তেরা।
প্রিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। চুরি যাওয়া সোনার গয়নার বাজার মূল্য প্রায় সাড়ে চার লক্ষ টাকা বলে জানিয়েছেন তিনি। খবর পেয়ে দোকানে পৌঁছন বঙ্গীয় স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ী সমিতির সদস্যেরা। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।