Suicide

মোবাইল ফোন কেড়ে নিয়েছিলেন বাবা, রাগে দুঃখে নিজেকে শেষ করল ১৬ বছরের নাবালিকা

পরীক্ষা থাকায় নাবালিকার মোবাইল ফোন কেড়ে নিয়েছিলেন তাঁর বাবা। তার জেরেই সে আত্মঘাতী হয়েছে বলে দাবি। তবে কোনও সুইসাইড নোট উদ্ধার করা হয়নি।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২২ ২০:৪৮
ঘরের সিলিং ফ্যান থেকে নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে।

ঘরের সিলিং ফ্যান থেকে নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। প্রতীকী ছবি।

মোবাইল ফোন কেড়ে নেওয়ায় রাগে নিজের জীবন শেষ করে দিল এক ১৬ বছরের নাবালিকা। ঘটনাটি ঘটেছে রাজস্থানের আজমেঢ়ে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, গত শুক্রবার আজমেঢ়ের প্রগতিনগর কোটরা এলাকায় নিজের ঘর থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পারুল শর্মা নামে এক নাবালিকার দেহ উদ্ধার করা হয়। শনিবার সকালে মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান বলে পুলিশকে জানিয়েছেন নাবালিকার বাবা রাহুল শর্মা।

Advertisement

পরে তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে, সামনে পরীক্ষা থাকায় ওই নাবালিকার মোবাইল ফোন কেড়ে নেন তাঁর বাবা। সে কারণেই রেগে গিয়ে ওই নাবালিকা আত্মহত্যা করেছে বলে দাবি করা হয়েছে। তবে ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার করা হয়নি।

পরিবারের দাবি, পরীক্ষা থাকায় ফোন কেড়ে নেওয়াতেই রাগের বশে এই কাণ্ড ঘটিয়েছে নাবালিকা। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন