Love Affair

প্রেমিকা কথা বলছিলেন না, হতাশায় তাঁরই বাড়ির সামনে নিজেকে শেষ করলেন যুবক

প্রেমিকার বাড়ির বাইরে থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হল। আত্মহত্যা বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২২ ২০:২৬
প্রেমিকার জন্য হতাশায় ভুগছিলেন ওই যুবক। সেই কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে মনে করছে পুলিশ।

প্রেমিকার জন্য হতাশায় ভুগছিলেন ওই যুবক। সেই কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে মনে করছে পুলিশ। প্রতীকী ছবি।

গোলমালের কারণে তাঁর সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন প্রেমিকা। এর জেরে হতাশায় ভুগছিলেন এক যুবক। আর তার পরই প্রেমিকার বাড়ির বাইরে ওই যুবক আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে কর্নাটকের হোসকোটে এলাকায়।

সংবাদ সংস্থা সূত্রে খবর, গত শুক্রবার ওই এলাকায় একটি বাড়ির লোহার গ্রিলে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে কে রাজু নামে ৩৫ বছর বয়সি এক যুবকের দেহ। তাঁর প্রেমিকার বাড়ির উল্টোদিকের একটি বাড়ির লোহার গ্রিলে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় যুবকের দেহ।

Advertisement

ওই যুবক বিবাহিত। তাঁর এক কন্যাসন্তানও রয়েছে। অন্য দিকে, যাঁর সঙ্গে যুবকের প্রেমের সম্পর্ক ছিল, সেই মহিলাও বিবাহিত। তবে ওই মহিলার সঙ্গে তাঁর স্বামীর সম্পর্কে চিড় ধরেছিল। ওই মহিলারও এক কন্যা সন্তান রয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত এক সপ্তাহ ধরে যুবকের সঙ্গে কথা বলছিলেন না তাঁর প্রেমিকা। গত বৃহস্পতিবার রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে তাঁর বাড়ি যান ওই যুবক। কিন্তু ওই মহিলা দরজা খোলেননি। ওই যুগলের মধ্যে কী নিয়ে ঝামেলা হয়েছিল তা অবশ্য জানা যায়নি। হতাশার কারণেই ওই যুবক আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ।

তবে এই ঘটনার নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement
আরও পড়ুন