LPG

LPG Price: ফের আমজনতার হেঁশেলে আগুন! গ্যাসের দাম বৃদ্ধি ১৫ টাকা

প্রশ্ন উঠছে, তা হলে মোদী সরকার সাধারণ মানুষকে একটু সুরাহা দিতে ভর্তুকির পরিমাণ কেন বাড়াচ্ছে না?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২১ ০৭:৫৫

আমজনতার দুর্ভোগ আরও বাড়িয়ে গৃহস্থের হেঁশেলে ব্যবহারের ১৪.২ কেজির রান্নার গ্যাসের (এলপিজি) দাম কলকাতায় ১৫ টাকা বাড়ল। আজ থেকে ক্রেতাদের একটি সিলিন্ডার কিনতে হবে ৯২৬ টাকা দিয়ে। ফলে গত ডিসেম্বর থেকে গ্যাসের দাম বাড়ল ৩০০ টাকার বেশি। পেট্রল-ডিজেলের দামও চড়ছে নাগাড়ে। তেল সংস্থাগুলির দাবি, এলপিজি-র মূল উপাদান প্রোপেন, বুটেনের দাম বাড়ছে। তাই রান্নার গ্যাসের দাম বাড়াতেই হল। কিন্তু প্রশ্ন উঠছে, তা হলে মোদী সরকার সাধারণ মানুষকে একটু সুরাহা দিতে ভর্তুকির পরিমাণ কেন বাড়াচ্ছে না?

এর আগে সেপ্টেম্বরে রান্নার গ্যাসের দাম বাড়িয়েছিল রাষ্ট্রায়াত্ব সংস্থাগুলি। এক লাফে সে সময় একবার ২৫ টাকা বাড়ানো হয়েছিল এলপিজি সিলিন্ডারের দাম।এর জেরে কলকাতায় ১৪.২ কেজি ওজনের ভর্তুকিহীন সিলিন্ডারের দাম গিয়ে দাঁড়ায় ৯১১ টাকায়। উল্লেখ্য, গত ডিসেম্বর থেকে বিগত আট মাসে ধাপে ধাপে গ্যাসের সিলিন্ডারের দাম দফায় দফায় ৩০০ টাকারও বেশি বেড়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement