Skulls Theft form Graveyard

গোরস্থানে সাবধান! কবর খুঁড়ে ‘চুরি’ হয়ে যাচ্ছে খুলি, কোথায় যাচ্ছে? রহস্যভেদের চেষ্টায় বিহার পুলিশ

ভাগলপুরের এক গ্রামে কবর খুঁড়ে কঙ্কালের খুলি চুরি হয়ে যাচ্ছে বলে অভিযোগ। গত পাঁচ বছরে অন্তত পাঁচ বার এমন ঘটনা ঘটেছে বলে দাবি গ্রামবাসীদের। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনও কোনও কিনারা হয়নি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ১৭:২১
বিহারের ভাগলপুরে এক গ্রামে কবর থেকে খুলি চুরি হয়ে যাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীদের।

বিহারের ভাগলপুরে এক গ্রামে কবর থেকে খুলি চুরি হয়ে যাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীদের। —প্রতিনিধিত্বমূলক ছবি।

কবর থেকে উধাও হয়ে যাচ্ছে কঙ্কালের খুলি! মাটি খুঁড়ে কেউ বা কারা সেগুলি চুরি করে নিয়ে পালাচ্ছে বলে সন্দেহ গ্রামবাসীদের। কিন্তু কারা করছে, কী উদ্দেশ্যে করছে, কিছুই স্পষ্ট নয় বিহারের ভাগলপুর জেলার আশরফনগরের বাসিন্দাদের কাছে। তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত গোরস্থান থেকে খুলি উধাও হওয়ার কোনও কিনারা করতে পারেননি পুলিশকর্মীরা।

Advertisement

গত রবিবার একটি কবর থেকে খুলি চুরি হয়ে যায় বলে অভিযোগ গ্রামবাসীদের। এক বৃদ্ধার কবর খুঁড়ে খুলি নিয়ে পালিয়েছে কেউ বা কারা। সাড়ে পাঁচ মাস আগেই তাঁর দেহ কবরস্থ হয়েছিল। গ্রামবাসীদের দাবি, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। গত পাঁচ বছরে পাঁচ বার এ ধরনের ঘটনা ঘটেছে। প্রতি ক্ষেত্রেই মাস ছয়েকের পুরনো কবরগুলিকেই বেছে নেওয়া হচ্ছে বলে দাবি করছেন তাঁরা।

গ্রামবাসীদের সন্দেহ, কোনও অসদুদ্দেশ্যে বা ‘কালোজাদু’ করার অভিপ্রায়ে এগুলি চুরি করা হচ্ছে। এই ঘটনার জেরে থানাতেও অভিযোগ জানিয়েছেন তাঁরা। স্থানীয় থানার এক আধিকারিক জানান, খুলিহীন কঙ্কালের খবর পেয়ে তিনি কবরস্থানে গিয়ে দেখেন কঙ্কালটিও উধাও হয়ে গিয়েছে। কেবল দেহটি কবরস্থ করার সময় যে কাপড় মোড়ানো ছিল, সেটিই পড়ে ছিল। পুলিশ এই ঘটনার এখনও পর্যন্ত কিনারা করতে পারেনি। তবে সম্ভাব্য সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কেউ কঙ্কাল পাচারের চেষ্টা করছেন কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

কহলগাঁওয়ের মহকুমা পুলিশ আধিকারিক শিবানন্দ সিংহ জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত রহস্য সমাধানের কোনও সূত্র পাওয়া যায়নি। তিনি বলেন, “এই ঘটনাগুলিকে আমরা গুরুত্ব দিয়ে দেখছি। রহস্যভেদ করতে আমরা সব রকম ভাবে চেষ্টা করছি।” গ্রামবাসীদের কারও কাছে এ বিষয়ে কোনও তথ্য থাকলে, তা পুলিশকে জানানোর জন্যও অনুরোধ জানিয়েছেন তিনি।

Advertisement
আরও পড়ুন