প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। — ফাইল চিত্র।
ব্রাজিলে আয়োজিত চলতি বছরের জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শনিবার রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার আমন্ত্রণে সাড়া দিয়ে আগামী ১৮-১৯ নভেম্বর বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা ওই সম্মেলনে শামিল হবেন। তবে, মোদীর পাঁচ দিনের সফরে ব্রাজিলের পাশাপাশি থাকছে নাইজেরিয়া এবং গয়ানাও।
শনিবার দুপুরে নাইজেরিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী দু’দিন সেখানেই কাটাবেন তিনি। দীর্ঘ ১৭ বছর পর এই প্রথম কোনও ভারতীয় রাষ্ট্রনেতা সে দেশে পা রাখতে চলেছেন। শনি এবং রবিবার নাইজেরিয়ায় কাটানোর পর সোমবার ব্রাজিলে পৌঁছবেন মোদী। এ বিষয়ে মোদী বলেন, ‘‘নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবুর আমন্ত্রণে এই প্রথম বারের জন্য সে দেশে যাওয়া। পশ্চিম আফ্রিকার দেশগুলির মধ্যে নাইজেরিয়া ভারতের অন্যতম বন্ধু দেশ। এই সফর দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধিতে সাহায্য করবে।’’
নাইজেরিয়া থেকে সরাসরি রিও ডি জেনেইরোয় জি২০ বৈঠকের উদ্দেশে রওনা দেবেন মোদী। শেষে যাবেন দক্ষিণ আমেরিকার আর এক দেশ গয়ানায়। উল্লেখ্য, ২০২৩ সালে জি২০ শীর্ষবৈঠকের আয়োজন দেশ ছিল ভারত। দিল্লিতে গত বছরের ১০ নভেম্বর সেই বৈঠকের শেষে মোদী ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার হাতে আনুষ্ঠানিক ভাবে সভাপতিত্বের ‘গাভেল’ তুলে দেন। প্রথা মেনে এ বারের শীর্ষবৈঠকের আয়োজক দেশ ব্রাজিল। বৈঠকে বাণিজ্য এবং উন্নয়নের ক্ষেত্রে আন্তর্দেশীয় সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি আলোচনা হতে পারে ইউক্রেন ও পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি নিয়েও। এর পর ১৯-২১ নভেম্বর গয়ানা সফরে গিয়ে সে দেশের প্রেসিডেন্ট মহম্মদ ইরফান আলির আমন্ত্রণে পার্লামেন্টে বক্তৃতা করবেন মোদী। দু’দেশেই ভারতীয় বংশোদ্ভূতদের সভাতেও যোগ দেবেন তিনি। ১৯৬৮ সালের পরে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী গয়ানা সফরে যাচ্ছেন। মোদীর বিশ্বাস, দু’দেশের ঐতিহাসিক সম্পর্ককে পুনরুজ্জীবিত করবে তিন দেশের এই সফর।