Pakistan

পাকিস্তানি ড্রোন রাজস্থান সীমান্তে, দেখেই গুলি করে নামালেন বিএসএফের টহলদার জওয়ানরা!

গত কয়েক বছরে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি), পঞ্জাবের আন্তর্জাতিক সীমান্তে শতাধিক বার পাক ড্রোনের সাহায্যে অস্ত্র এবং মাদক পাচারের ঘটনা ঘটেছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ জুন ২০২৩ ২১:৪২
Sympoblic Image.

—প্রতীকী ছবি।

আবার সীমান্তে পাকিস্তানি ড্রোনের অনুপ্রবেশ। জম্মু ও কাশ্মীর, পঞ্জাবের পর এ বার রাজস্থানে ভারতের আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন গুলি করে নামালেন বিএসএফ জওয়ানরা।

ওই ড্রোনের মাধ্যমে মাদকদ্রব্য পাচার করা হচ্ছিল বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। বিএসএফের কর্ণপুর সেক্টরে এই ঘটনা ঘটেছে সোমবার ভোররাতে। তবে দিনভর তল্লাশি চালিয়েও গুলিতে ভেঙে পড়া ড্রোনটির সন্ধান মেলেনি।

Advertisement

বিএসএফের কর্ণপুর সেক্টরের কমান্ডার বলবন্ত রাম জানিয়েছেন, তাঁদের ধারণা আন্তর্জাতিক সীমান্তের ওপারে ড্রোনটি ভেঙে পড়েছে। প্রসঙ্গত, গত কয়েক বছরে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি), পঞ্জাবের আন্তর্জাতিক সীমান্তে শতাধিক বার পাক ড্রোনের সাহায্যে অস্ত্র এবং মাদক পাচারের ঘটনা ঘটেছে।

Advertisement
আরও পড়ুন