মধ্যপ্রদেশের স্কুলে নারী সুরক্ষা নিয়ে কথা বলতে গিয়েছিলেন মহিলা ডিআইজি। সেখানেই মেয়েদের পাঠ দিয়েছেন। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
পূর্ণিমায় কোনও মতেই সন্তানধারণ নয়! আর কী কী করলে বা না করলে বুদ্ধিমান (‘ওজস্বী’) সন্তানের জন্ম দেওয়া যায়, স্কুল পরিদর্শনে গিয়ে সেই পাঠই দিলেন মধ্যপ্রদেশের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল (ডিআইজি) সবিতা সোহানে। মধ্যপ্রদেশের ওই স্কুলে নারী সুরক্ষা নিয়ে কথা বলতে গিয়েছিলেন তিনি। সেখানেই মেয়েদের এই পাঠ দিয়েছেন। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে (আনন্দবাজার অনলাইন তার সত্যতা যাচাই করেনি)। পুলিশকর্তা যদিও দাবি করেছেন, তিনি ছাত্রীদের মধ্যে আত্মসম্মান বৃদ্ধি করার চেষ্টা করছিলেন।
গত ৪ অক্টোবর মধ্যপ্রদেশের একটি বেসরকারি স্কুলে সরকারি এক কর্মসূচিতে দশম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের ওই পাঠ দিয়েছিলেন। ভিডিয়োতে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘তোমরা পৃথিবীতে নতুন এক প্রজন্ম আনতে চলেছ। তার জন্য কী ভাবে পরিকল্পনা করছ? পূর্ণিমায় গর্ভধারণ কোরো না। সূর্যকে প্রণাম করে জল দিলে ওজস্বী সন্তানের জন্ম দিতে পারবে।’’
সোহানি পিটিআইকে জানিয়েছেন, ‘আমি অভিমন্যু’ কর্মসূচিতেই এ সব বলেছেন তিনি। মেয়েদের সুরক্ষা এবং আত্মসম্মান নিয়ে সচেতন করার জন্যই ছিল ওই কর্মসূচি। ধর্মীয় বিষয়ে তাঁর আগ্রহ রয়েছে। তা থেকে অনুপ্রাণিত হয়েই ওই সব পরামর্শ দিয়েছেন। সোহানি এ-ও দাবি করেছেন, মেয়েদের যাতে সকলে সম্মান করেন, সেটাই ছিল তাঁর উদ্দেশ্য।