Aligarh Love Story

আত্মীয়ই ফোনে যোগাযোগ করান দু’জনের! হবু জামাইয়ের সঙ্গে পালানো সেই বধূর প্রেমকাহিনিতে নয়া মোড়

জিতেন্দ্র আরও জানিয়েছেন, প্রথম প্রথম রাহুল ফোন করে তাঁর শাশুড়ির শারীরিক অবস্থার কথা জানতে চাইতেন। তার পর কথা বলার সময় বাড়তে থাকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১৩:৩৩
(বাঁ দিকে) অনিতা দেবী হবু জামাই রাহুলের সঙ্গে (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

(বাঁ দিকে) অনিতা দেবী হবু জামাই রাহুলের সঙ্গে (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

উত্তরপ্রদেশের আলিগড়ের হবু জামাই ও শাশুড়ির প্রেমকাহিনিতে নয়া মোড়। আলিগড়ের বধূ অনিতার সঙ্গে তাঁর হবু জামাই রাহুলের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন তাঁরই এক আত্মীয়। সম্পর্কে তিনি রাহুলের জামাইবাবু। ২০২৪ সালের ডিসেম্বর থেকে অনিতা দেবীর সঙ্গে ফোনে কথা বলা শুরু করেন রাহুল। এমনই দাবি করেছেন অনিতার স্বামী জিতেন্দ্র।

Advertisement

সংবাদমাধ্যমে জিতেন্দ্র জানান, রাহুলের জামাইবাবু রুদ্রপুরে থাকেন। তিনি মেহন্দি লাগানোর কাজ করেন। দু’তিন বার জিতেন্দ্রের স্ত্রী অনিতার সঙ্গে ফোনে কথা বলেছিলেন রাহুলের জামাইবাবু। রাহুল তাঁর জামাইবাবুর কাছ থেকেই হবু শাশুড়ির ফোন নম্বর নেন। তার পর দু’জনের কথা শুরু হয়। জিতেন্দ্র বলেন, ‘‘হবু জামাইয়ের সঙ্গে ফোনে কথা বলত আমার স্ত্রী। প্রথম প্রথম ভাবতাম শাশুড়ি-জামাইয়ের কথা হতেই পারে। কোনও সন্দেহ জাগেনি মনে।’’ তিনি আরও বলেন, ‘‘প্রথম দিকে কম সময়ের জন্য কথা হত ওঁদের। কিন্তু পরে ঘণ্টার পর ঘণ্টা কথা বলত দু’জনে। তখনই আমার সন্দেহ হয়।’’

জিতেন্দ্র আরও জানিয়েছেন, প্রথম প্রথম রাহুল ফোন করে তাঁর শাশুড়ির শারীরিক অবস্থার কথা জানতে চাইতেন। তার পর কথা বলার সময় বাড়তে থাকে। ২-৩ ঘণ্টা থেকে ৫-৭ ঘণ্টা কথা বলা শুরু হয় দু’জনের। যে দিন হবু জামাইকে নিয়ে পালান তাঁর স্ত্রী, সে দিন ২০ ঘণ্টা ফোনে কথা বলেন তাঁরা। গত বছরের অগস্টে জিতেন্দ্রর কন্যার বিয়ে ঠিক হয়। ডিসেম্বর থেকে হবু জামাইয়ের সঙ্গে কথা বলা শুরু হয় অনিতার।

জিতেন্দ্র আরও জানিয়েছেন, তাঁর শ্যালিকার বাড়িতে বিয়ের কার্ড দেওয়ার জন্য জোর করেন স্ত্রী অনিতা। সেখানে কার্ড দিতে যান তিনি। অনিতা তাঁর বোনকে ফোন করে জানান যে, জিতেন্দ্র কিছু খেয়ে যাননি। তাঁকে যেন খাইয়ে পাঠান। ফলে জিতেন্দ্রের বাড়ি ফিরতে দেরি হয়। আর সেই সুযোগে কেনাকাটা করতে যাওয়ার নামে বেরিয়ে যান অনিতা। হবু জামাই রাহুলের সঙ্গে যোগাযোগ করেন। তার পর দু’জনে পালিয়ে যান। হবু জামাই এবং শাশুড়ির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন