Ashok Gehlot

ধর্ষণের অভিযোগের ৫০ শতাংশই মিথ্যা? রাজস্থানের মুখ্যমন্ত্রীর মন্তব্যের নিন্দায় মহিলা কমিশন

কিছু দিন আগে অশোক গহলৌত দাবি করেছিলেন বিভিন্ন ধর্ষণের মামলায় আদালতে দোষীদের মৃত্যুদণ্ডের সাজা হওয়ার ফলে দুষ্কৃতীদের মনে প্রতিশোধস্পৃহা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২২ ১৯:১২
অশোক গহলৌত এবং রেখা শর্মা।

অশোক গহলৌত এবং রেখা শর্মা। ফাইল চিত্র।

ফের ধর্ষণ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। ঘটনার জেরে তাঁর সমালোচনা করেছে জাতীয় মহিলা কমিশন।

গহলৌত শুক্রবার বলেছিলেন, ‘‘রাজস্থান পুলিশের কাছে ধর্ষণ এবং যৌন নিগ্রহের যত মামলা নথিভুক্ত হয়, তার ৫০ শতাংশই মিথ্যা।’’ সম্প্রতি জাতীয় অপরাধ পরিসংখ্যান ব্যুরো (এনসিআরবি)-র রিপোর্ট বলছে, দেশের মহিলাদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে একেবারে প্রথম সারিতে রয়েছে রাজস্থান। এই পরিস্থিতিতে সে রাজ্যের মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে শুরু হয় বিতর্ক।

Advertisement

জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা শনিবার অশোকের মন্তব্যের সমালোচনা করে বলেন, ‘‘রাজস্থানের মুখ্যমন্ত্রী বিবৃতি দেওয়ার সময় তাঁর রাজ্য সম্পর্কে প্রকৃত তথ্য আড়াল করতে চেয়েছেন। এমনকি, তিনি রাজস্থান পুলিশকেও একই মানসিকতা নিয়ে কাজ করতে প্ররোচিত করেছেন। এ কারণেই সেই রাজ্যের মহিলারা ন্যায়বিচার পান না।’’

প্রসঙ্গত, কিছু দিন আগে গহলৌত দাবি করেছিলেন বিভিন্ন ধর্ষণের মামলায় আদালতে দোষীদের মৃত্যুদণ্ডের সাজা হওয়ার ফলে দুষ্কৃতীদের মনে প্রতিশোধস্পৃহা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে ভবিষ্যতে নারী নির্যাতন বাড়ার আশঙ্কা রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

Advertisement
আরও পড়ুন