কেরলে হাউসবোট ডুবে দুর্ঘটনা। জোরকদমে চলছে উদ্ধারকাজ। ছবি সংগৃহীত।
পর্যটক বোঝাই হাউসবোট ডুবে কমপক্ষে ১১ জনের মৃত্যু হল কেরলে। মৃতদের মধ্যে অধিকাংশ শিশু। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কেরলের মালাপ্পুরম জেলায়। সংবাদ সংস্থা এএনআই সূত্রে এই খবর জানা গিয়েছে। হাউসবোটের নীচে অনেকে আটকে রয়েছেন। জোরকদমে চলছে উদ্ধারকাজ।
রবিবার সন্ধ্যা ৭টায় থুভাল থিরাম পর্যটন স্থানে এই ঘটনা ঘটেছে। ওই হাউসবোটে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন বলে দাবি। শুরু হয়েছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, দমকল। উদ্ধারকাজে হাত লাগিয়েছেন স্থানীয়রাও। ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন কেরলের পর্যটনমন্ত্রী মহম্মদ রিয়াস।
Malappuram, Kerala | Six people died after a tourist boat capsized near Tanur in Malappuram district of Kerala. Rescue operations are underway. pic.twitter.com/gPi0u2HuIi
— ANI (@ANI) May 7, 2023
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, কমপক্ষে ১০ জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কী কারণে দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।