Madhya Pradesh

বেপরোয়া গতিতে ছুটতে গিয়ে উল্টে গেল বাস, মধ্যপ্রদেশে দুর্ঘটনায় মৃত ৪, জখম আরও ২১ জন

শনিবার দুপুরে খারগোন থেকে আলিরাজপুরগামী ওই বাসটি দুর্ঘটনার মুখে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বাসটি বেপরোয়া গতিতে ছুটে আসছিল। হঠাৎ জিরাতপুরা ক্রসিংয়ের কাছে এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ২০:৩৩
মধ্যপ্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস।

মধ্যপ্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

বেপরোয়া গতিতে ছুটতে গিয়ে উল্টে গেল বাস। শনিবার মধ্যপ্রদেশের খারগোন জেলায় ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চার জন যাত্রীর। মৃতদের মধ্যে এক শিশু-সহ তিন মহিলা রয়েছেন। জখম হয়েছেন আরও ২১ জন। তাঁদের স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, শনিবার দুপুরে মধ্যপ্রদেশের খারগোন থেকে আলিরাজপুরগামী ওই বাসটি দুর্ঘটনার মুখে পড়ে। দুর্ঘটনাটি ঘটে জেলাসদর থেকে প্রায় ৪২ কিলোমিটার দূরে সেগাঁওয়ের জিরাতপুরা ক্রসিংয়ের কাছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বাসটি বেপরোয়া গতিতে ছুটে আসছিল। হঠাৎ জিরাতপুরা ক্রসিংয়ের কাছে এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার জনের। মৃতদের মধ্যে এক শিশুও রয়েছে। এ ছাড়া, গুরুতর জখম অবস্থায় বাসের আরও ২১ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তাঁদেরকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে।

পুলিশ সুপার ধর্মরাজ মীনা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়েরাও। একটি জেসিবির সাহায্যে উল্টে যাওয়া বাসটিকে তোলা হয়েছে। তবে দুর্ঘটনার পর থেকেই ফেরার বাসচালক। বাসের কন্ডাক্টরকে আটক করেছে পুলিশ। কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন