IPL 2025

‘চেন্নাইয়ের সাহস নেই ধোনিকে কিছু বলার’, মাহির ন’নম্বরে নামা নিয়ে ফুঁসছেন বাংলার মনোজ

চেন্নাই সুপার কিংসের হারের পর সেই দলের কোচেদের সমালোচনা করলেন মনোজ তিওয়ারি। তাঁর মতে চেন্নাই দলের ম্যানেজমেন্টের সাহস নেই মহেন্দ্র সিংহ ধোনিকে আগে ব্যাট করতে বলার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১২:৫৭
MS Dhoni

মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের হারের পর সেই দলের কোচেদের সমালোচনা করলেন মনোজ তিওয়ারি। তাঁর মতে চেন্নাই দলের ম্যানেজমেন্টের সাহস নেই মহেন্দ্র সিংহ ধোনিকে আগে ব্যাট করতে বলার।

Advertisement

চিপকে শুক্রবার চেন্নাই ৫০ রানে হেরে যায় বেঙ্গালুরুর বিরুদ্ধে। সেই ম্যাচে ন’নম্বরে নেমে ধোনি ১৬ বলে ৩০ রান করেন। কিন্তু ধোনি যে সময় ব্যাট করতে নেমেছিলেন, সেই সময় ম্যাচ হাত থেকে বেরিয়ে গিয়েছিল চেন্নাইয়ের। মনোজ বলেন, “আমি জানি না ধোনির মতো ব্যাটার, যে ১৬ বলে ৩০ রান করতে পারে, সে কেন আরও ওপরে ব্যাট করতে পারে না। চেন্নাই তো জেতার জন্যই খেলতে নামছে? চেন্নাইয়ের কোচেদের সাহস নেই ধোনিকে উপরের দিকে ব্যাট করতে বলার। ও যেটা ঠিক করবে, সেটাই হবে।”

শুক্রবার প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু ১৯৬ রান করে। সেই রান তাড়া করতে নেমে চেন্নাইয়ের প্রথম দিকের ব্যাটারেরা জুটি গড়তে পারেননি। পাওয়ার প্লে-র মধ্যে তিন উইকেট চলে যায় তাদের। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজার মতো ক্রিকেটার ধোনির আগে ব্যাট করতে নামেন, যা মেনে নেওয়া কঠিন। ১৬তম ওভারে ব্যাট করতে নামেন ধোনি। সেই সময় প্রায় ১০০ রান বাকি ছিল চেন্নাইয়ের। যা করা কঠিন ছিল। শেষ পর্যন্ত ৫০ রানে হেরে যায় চেন্নাই।

GFX

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গত বছরও ধোনি নীচের দিকে ব্যাট করতে নামছিলেন। সেই সময়ও সমালোচনা হয়েছিল। বীরেন্দ্র সহবাগ বলেন, “চেন্নাই এবং ধোনি মিলে এই সিদ্ধান্ত নিয়েছে। ধোনি খুব বেশি বল খেলবে না। ১৭ বা ১৮ ওভারের আগে ব্যাট করতে নামে না ও। আমি অবাক হইনি। তবে বেঙ্গালুরু যে ভাবে খেলছিল, তাতে ধোনি আগে নামলেও খুব বেশি কিছু হত বলে মনে হয় না।”

টি-টোয়েন্টি কেরিয়ারে দ্বিতীয় বার ন’নম্বরে ব্যাট করতে নেমেছেন ধোনি। গত বছর পঞ্জাব কিংসের বিরুদ্ধে ধর্মশালায় ন’নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিনি। সে বার হর্ষল পটেলের বিরুদ্ধে শূন্য রানে আউট হয়ে গিয়েছিলেন তিনি।

Advertisement
আরও পড়ুন