Delhi

গাড়ি রাখা নিয়ে বচসা, দিল্লিতে রাগের মাথায় প্রতিবেশীর গাড়িতেই আগুন ধরিয়ে দিলেন যুবক

রাজধানী দিল্লি থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের অমেঠী থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃত যুবকের নাম রাহুল ভাসিন। ২৮ বছর বয়সি রাহুল দক্ষিণ-পূর্ব দিল্লির লাজপতনগরের বাসিন্দা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ ১৪:০৯
প্রতিবেশীর গাড়িতে আগুন ধরিয়ে দিলেন যুবক।

প্রতিবেশীর গাড়িতে আগুন ধরিয়ে দিলেন যুবক। ছবি: পিটিআই।

গাড়ি রাখা নিয়ে দিনকয়েক ধরেই চলছিল বচসা। শেষমেশ রাগের মাথায় প্রতিবেশীর গাড়িটিতে আগুন ধরিয়ে দিলেন যুবক! সম্প্রতি দিল্লিতে ঘটনাটি ঘটেছে। রবিবার রাতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিবেশীর গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগে রাজধানী দিল্লি থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের অমেঠী থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃত যুবকের নাম রাহুল ভাসিন। ২৮ বছর বয়সি রাহুল দক্ষিণ-পূর্ব দিল্লির লাজপতনগরের বাসিন্দা। গত মাসে প্রতিবেশী রঞ্জিত সিংহের সঙ্গে গাড়ি পার্ক করা নিয়ে বচসা বাধে তাঁর। থানায় রাহুলের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন প্রতিবেশী। এর পরেই রাগের মাথায় ওই কাণ্ড ঘটিয়ে বসেছেন রাহুল!

গত ২৯ নভেম্বর প্রথম বার থানায় অভিযোগ দায়ের করেন রাহুলের প্রতিবেশী। অভিযোগ, বচসার পর সুযোগ বুঝে রাহুল তাঁর গাড়িটির আয়না ভেঙে দিয়েছেন। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ। এর পরেই অভিযোগের ভিত্তিতে রাহুলকে তলব করে পুলিশ। তাঁর গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়। রাগের মাথায় সে দিন রাতেই প্রতিবেশীর গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে এলাকা ছেড়ে চম্পট দেন রাহুল।

ঘটনার পরেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। গড়া হয় তদন্তকারী দলও। শেষে রবিবার উত্তরপ্রদেশের অমেঠী থেকে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। যদিও রাহুলের প্রতিবেশী জানাচ্ছেন, গাড়ি রাখা নিয়ে প্রায়ই তাঁর সঙ্গে বচসা বাধত রাহুলের। কখনও কখনও মত্ত অবস্থায় অনেক রাতে এসেও বাগ্‌বিতণ্ডা শুরু করে দিতেন রাহুল। তবে এমন কাণ্ড ঘটাবেন, ভাবতেই পারেননি কেউ! ঘটনায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই রাহুলকে জিজ্ঞাসাবাদও শুরু করে দিয়েছেন তদন্তকারীরা।

Advertisement
আরও পড়ুন