Kerala Accident

কেরলে বেপরোয়া গতির বলি পাঁচ ডাক্তারি পড়ুয়া, বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল গাড়ি

ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন পড়ুয়ার। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আরও দু’জনের। বাকি দুই ছাত্র গুরুতর আহত অবস্থায় আলাপ্পুড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ ১২:৫৬
দুর্ঘটনার সেই দৃশ্য।

দুর্ঘটনার সেই দৃশ্য। ছবি: সংগৃহীত।

দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচ ডাক্তারি পড়ুয়ার। সোমবার রাতে কেরলের আলাপ্পুড়া জেলায় ঘটনাটি ঘটেছে। একটি সরকারি বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষে মৃত্যু হয়েছে গাড়িতে থাকা পাঁচ পড়ুয়ার। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আরও দু’জন।

Advertisement

এনডিটিভি-র একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, সোমবার রাত ৯টা নাগাদ একটি শেভ্রোলে গাড়িতে চড়ে যাচ্ছিলেন সাত জন ডাক্তারি পড়ুয়া। রাস্তায় যানজট কম থাকায় বেপরোয়া গতিতে গাড়ি ছোটাচ্ছিলেন তাঁরা। তখনই হঠাৎ একটি সরকারি বাসের সঙ্গে তাঁদের গাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাতে দুমড়েমুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন পড়ুয়ার। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আরও দু’জনের। বাকি দুই ছাত্র গুরুতর আহত অবস্থায় আলাপ্পুড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রদের নাম মহম্মদ, মুহাসিন, ইব্রাহিম, দেবানন্দ এবং শ্রীদীপ। তাঁরা সকলেই বন্দনম মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, একটি গাড়িকে ওভারটেক করতে গিয়েই যত বিপত্তি। গতি বেশি থাকার দরুন গাড়িটির চাকা পিছলে গিয়ে সামনে থাকা একটি বাসে ধাক্কা মারে। দুর্ঘটনার পর গাড়িটি দুমড়েমুচড়ে যায়। কোনও মতে গাড়ি কেটে বার করা হয় ভিতরে থাকা ছাত্রদের। কিন্তু শেষরক্ষা হয়নি। মৃত্যু হয়েছে পাঁচ পড়ুয়ার। অন্য দিকে, দুর্ঘটনার জেরে বাসটির বনেটও ক্ষতিগ্রস্ত হয়েছে। গুরুভায়ুর থেকে কায়মকুলমগামী ওই বাসে চার জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় তাঁরাও আহত হয়েছেন। তবে তাঁদের অবস্থা এখন স্থিতিশীল। কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন