মধ্যপ্রদেশে ভিডিয়ো রেকর্ড করে আত্মঘাতী যুবক। — প্রতিনিধিত্বমূলক চিত্র।
স্ত্রীকে দুষে আত্মহত্যা করলেন আরও এক যুবক। রবিবার মধ্যপ্রদেশে ঘটনাটি ঘটেছে। মৃত্যুর আগে একটি ভিডিয়োবার্তাও রেকর্ড করে গিয়েছেন যুবক। তাতেই রয়েছে স্ত্রী ও শ্বশুরবাড়ির পরিজনদের বিরুদ্ধে নানা অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, রবিবার মধ্যপ্রদেশের রায়গড় জেলার বিওরা শহরে ঘটনাটি ঘটেছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, নিজের বাড়িতেই সিলিং ফ্যান থেকে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন ২৭ বছরের ওই যুবক। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট না মিললেও যুবকের ফোনে একটি সংক্ষিপ্ত ভিডিয়ো পাওয়া গিয়েছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, মৃত্যুর আগেই ভিডিয়োটি বানিয়েছিলেন যুবক। তাতে স্ত্রী ও শ্বশুরবাড়ির পরিজনদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছেন তিনি।
ভিডিয়োয় যুবকের দাবি, প্রতি মাসে দু’বার বাপের বাড়ি যেতেন স্ত্রী। ফিরেই নানা অছিলায় স্বামীর সঙ্গে বচসা শুরু করতেন। অভিযোগ, মন কষাকষির জেরে সম্প্রতি আলাদা থাকতে শুরু করেন তাঁর স্ত্রী। স্ত্রীর পরিজনদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগও তুলেছেন যুবক। বিওরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বীরেন্দ্র ধাকদ সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
গত বছরের শেষে বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত যুবক অতুল সুভাষের আত্মহত্যার পর তোলপাড় শুরু হয়েছিল দেশ জুড়ে। বিচ্ছিন্না স্ত্রী নিকিতা সিংহানিয়ার বিরুদ্ধে নানা গুরুতর অভিযোগ তুলে আত্মঘাতী হন অতুল। ওই মামলায় শুরুতে গ্রেফতার হলেও সম্প্রতি জামিন পেয়েছেন নিকিতা ও তাঁর পরিবার। সোমবার শীর্ষ আদালতের নির্দেশে চার বছরের ছেলের দায়িত্বও গিয়েছে মায়ের হাতেই। তবে ওই ঘটনার পর থেকেই একই ধাঁচে দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক আত্মহত্যার ঘটনা ঘটেছে। সম্প্রতি এ রাজ্যের ঝাড়গ্রামেও আত্মহত্যা করেছেন এক তরুণ ডাক্তার। স্ত্রীকে মেসেজ পাঠিয়ে আত্মঘাতী হয়েছেন ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের ওই চিকিৎসক।