মণিপুরে যৌথবাহিনীর অভিযান। —ফাইল চিত্র।
মণিপুরে অসম রাইফেলস এবং পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার হলেন নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী ‘হামর পিপলস কনভেশনশন (ডেমোক্র্যাটিক)’-এর এক স্থানীয় নেতা। উদ্ধার হল বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক নগদ টাকা এবং মাদক।
জিরিবাম জেলার হিংসাবিধ্বস্ত এলাকায় যৌথবাহিনীর অভিযানে কুকি-জ়ো জঙ্গিগোষ্ঠীর ওই ৪৮ বছরের নেতা গ্রেফতার হন। তাঁর ডেরা থেকে ওই অস্ত্র, বিস্ফোরক ও অন্যান্য সামগ্রী উদ্ধার হয় বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে বরাক নদীর তীরে তুইসোলেন গ্রামের কাছে জঙ্গিদের গোপন ডেরায় হানা দিয়েছিল যৌথবাহিনী। সেখানেই বমাল গ্রেফতার হন ওই জঙ্গিনেতা।
ধৃত ব্যক্তি আদতে পাশের ফেরজ়াওল জেলার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে নাশকতা, হত্যা-সহ একাধিক অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রের খবর। প্রসঙ্গত, গত তিন মাস ধরে জিরিবাম জেলায় মেইতেই সশস্ত্র বাহিনী আরাম্বাই টেঙ্গলের সঙ্গে কুকি-জ়ো জঙ্গিগোষ্ঠীগুলির ধারাবাহিক লড়াই হয়েছে। দু’পক্ষের যোদ্ধারা ছাড়াও লড়াইয়ে বেশ কয়েক জন সাধারণ গ্রামবাসীরও মৃত্যু হয়েছে সেখানে।