Noida Death

বন্ধুর বাড়িতে পার্টি, আট তলা থেকে পড়ে মৃত্যু আইন পড়ুয়ার, আত্মহত্যায় প্ররোচনা? ধৃত পাঁচ

গাজ়িয়াবাদের যুবক আইনের পড়ুয়া ছিলেন। শনিবার রাতে বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন। আট তলার বারান্দা থেকে নীচে পড়ে মৃত্যু হয়েছে তাঁর।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১০:৫১
নয়ডায় বহুতলের বারান্দা থেকে পড়ে রহস্যমৃত্যু আইনের পড়ুয়ার।

নয়ডায় বহুতলের বারান্দা থেকে পড়ে রহস্যমৃত্যু আইনের পড়ুয়ার। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

নয়ডায় একটি বহুতলের আট তলা থেকে পড়ে মৃত্যু হল যুবকের। তিনি আইনের পড়ুয়া ছিলেন। যুবক আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে পুলিশের অনুমান। তাঁকে প্ররোচনা দেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে আত্মহত্যায় প্ররোচনার সন্দেহে ওই যুবকের পাঁচ জন বন্ধুকে হেফাজতে নিয়েছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, যুবক গাজ়িয়াবাদের বাসিন্দা। তাঁর নাম তাপস। শনিবার রাতে তিনি নয়ডার সেক্টর ৯৯ এলাকার সুপ্রিম টাওয়ারে এক বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন। রাতে পুলিশ খবর পায়, ওই বহুতল থেকে পড়ে গিয়ে এক জনের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে যায় এবং যুবকের দেহ উদ্ধার করে। তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

জন্মদিনের পার্টি চলাকালীন কী ঘটেছিল, কেন বারান্দা থেকে নীচে পড়ে গেলেন যুবক, পুলিশ তা খতিয়ে দেখছে। ওই পার্টিতে উপস্থিত পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের পর হেফাজতে নিয়েছেন তদন্তকারীরা। যুবকের পরিবারকেও রাতেই খবর দেওয়া হয়। পরিবারের তরফে এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ প্রাথমিক তদন্তের পর আত্মহত্যায় প্ররোচনার মামলা রুজু করেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে নয়ডার পুলিশ কমিশনারেট।

যুবক অসাবধানতায় বারান্দা থেকে পড়ে গিয়েছিলেন কি না, তাঁকে কেউ ধাক্কা দিয়েছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, কোনও সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যুবকের বাকি বন্ধুদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন