Mini Pakistan Remark Controversy

‘উস্কানিমূলক’! কেরল নিয়ে নীতেশের ‘মিনি পাকিস্তান’ ভাষ্যে পাল্টা তোপ মুখ্যমন্ত্রী বিজয়নের

সম্প্রতি পুণে জেলার পুরন্দরে এক জনসভায় বক্তৃতা করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন মহারাষ্ট্রের মন্ত্রী নীতেশ রানে। সরাসরি বলেন, ‘‘কেরল একটি ‘মিনি পাকিস্তান’! সেই কারণেই সেখানে জিতেছেন রাহুল আর প্রিয়ঙ্কা। সব সন্ত্রাসী তাঁদের ভোট দিয়েছে।’’

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৫:৪৬
কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। — ফাইল চিত্র।

‘মিনি পাকিস্তান’ হয়ে উঠেছে কেরল! আর সেই সন্ত্রাসীদের ভোটেই সাংসদ হয়েছেন রাহুল গান্ধী ও তাঁর দিদি! সম্প্রতি এমনটাই দাবি করেছেন মহারাষ্ট্রের মন্ত্রী তথা বিজেপি নেতা নীতেশ রানে। ওই বক্তব্যের ভিত্তিতে ইতিমধ্যেই শুরু হয়েছে সমালোচনা। সেই আবহেই কেরল নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য নীতেশকে বিঁধলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

Advertisement

কেরলের মুখ্যমন্ত্রীর মতে, নীতেশের ওই মন্তব্য খুবই উস্কানিমূলক এবং উদ্বেগের। এই মন্তব্যের প্রেক্ষিতে রাজ্যের প্রতি সঙ্ঘ পরিবারের দৃষ্টিভঙ্গি স্পষ্ট হয়ে গিয়েছে। বিজয়ন বলেন, ‘‘যেখানে বিজেপি সমর্থন পায়নি, সেই জায়গাগুলিকে তারা বিচ্ছিন্ন করে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এ জন্য তারা ঘৃণা ও বিভাজনমূলক প্রচার চালাতেও পিছপা হচ্ছে না। এটাই তাদের কৌশল।’’ এ ধরনের মনোভাবের বহিঃপ্রকাশ সাংবিধানিক মূল্যবোধের পরিপন্থী বলেও জানিয়েছেন বিজয়ন। এর পরেই তিনি প্রশ্ন তোলেন, ‘‘যে মন্ত্রী এই ধরনের মন্তব্য করেন, তিনি কি আদৌ মন্ত্রী পদে থাকার যোগ্য?’’

সম্প্রতি মহারাষ্ট্রের পুণে জেলার পুরন্দরে এক জনসভায় বক্তৃতা করতে গিয়ে এই মন্তব্য করে বসেন নীতেশ। সরাসরি বলেন, ‘‘কেরল একটি ‘মিনি পাকিস্তান’! সেই কারণেই সেখানে জিতেছেন রাহুল আর প্রিয়ঙ্কা। সব সন্ত্রাসী তাঁদের ভোট দিয়েছে।’’ পরে অবশ্য বিরোধীদের সমালোচনার মুখে পড়ে নীতেশের সাফাই, কেরলে হিন্দুদের ধর্মান্তরীকরণ এবং লভ-জিহাদের বিষয়টিকে তুলে ধরতেই ওই মন্তব্য করেছিলেন তিনি। নীতেশ বলেন, ‘‘কেরল আমাদের দেশের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু হিন্দুদের ক্রমহ্রাসমান জনসংখ্যা খুবই উদ্বেগের বিষয়। কেরলে বহু হিন্দু খ্রিস্টান আর মুসলমান হয়ে যাচ্ছে। লভ-জিহাদের ঘটনাও বাড়ছে। সে কারণেই পাকিস্তানের সঙ্গে পরিস্থিতির তুলনা টেনেছিলাম। আমি যা বলেছি, তা সত্যের উপর ভিত্তি করেই।’’ কিন্তু এ সবে চিঁড়ে ভেজেনি। তত ক্ষণে বিতর্ক শুরু হয়ে গিয়েছে নানা মহলে। কংগ্রেসের মুখপাত্র অতুল লন্ধে বলেছেন, ‘‘দেশের একতা ও অখণ্ডতা বজায় রাখার শপথ নিয়ে মন্ত্রী হয়েছেন নীতেশ রানে। অথচ তাঁরাই কেরলকে মিনি পাকিস্তান বলে ডাকছেন! এই ব্যক্তির কি মন্ত্রিসভায় থাকার কোনও অধিকার আছে?’’ নীতেশের বক্তব্যের সমালোচনা করে বিজেপির কাছে ব্যাখ্যাও চেয়েছে কংগ্রেস।

Advertisement
আরও পড়ুন