Uttar Pradesh

তারের উপর লাফ দিয়ে পড়ল হনুমান! হাইভোল্টেজ তার মাথায় পড়ে জীবন্ত দগ্ধ মেয়ে,ভাইঝি-সহ যুবক

মেয়ে ও ভাইঝিকে বাইকে চাপিয়ে নিয়ে যাচ্ছিলেন ওই যুবক। তখনই হঠাৎ হাইভোল্টেজের বিদ্যুতের তারটি ছিঁড়ে তাঁদের মাথায় পড়ে। মুহূর্তে আগুন ধরে যায় বাইকে। সঙ্গে সঙ্গে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিন জনেরই মৃত্যু হয়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ২০:৪১
বিদ্যুতের তার ছিঁড়ে মাথায় পড়ে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল বাবা, মেয়ে ও ভাইঝির।

বিদ্যুতের তার ছিঁড়ে মাথায় পড়ে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল বাবা, মেয়ে ও ভাইঝির। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

হাইভোল্টেজ বিদ্যুতের তার ছিঁড়ে মাথায় পড়ে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল মেয়ে ও ভাইঝি-সহ এক যুবকের! রবিবার রাতে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে ঘটনাটি ঘটেছে। কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

শনিবার রাতে গোরক্ষপুরের সোনবারসা বাজার এলাকার কাছ দুর্ঘটনাটি ঘটে। ওই সময় মেয়ে ও ভাইঝিকে নিয়ে বাইকে করে বাজার এলাকা পেরোচ্ছিলেন ওই যুবক। তখনই হঠাৎ হাইভোল্টেজের বিদ্যুতের তারটি ছিঁড়ে তাঁদের মাথায় পড়ে। মুহূর্তে আগুন ধরে যায় বাইকে। পথচারী ও স্থানীয়েরা তিন আরোহীকে উদ্ধার করতে ছুটে গেলেও শেষ রক্ষা হয়নি। দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তিন জনের।

এলাকার সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, বাইকে চড়ে একটি আবর্জনার স্তূপের পাশ দিয়ে যাচ্ছিলেন ওই যুবক। বাইকে ছিল দুই কিশোরীও। তখনই প্রায় ১১ হাজার ভোল্টের তারটি ছিঁড়ে তাঁদের উপর পড়ে। কয়েক সেকেন্ডের মধ্যে বাইকে আগুন ধরে যায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই কিশোরী-সহ যুবকের। তিন জনেরই দেহ গুরুতর ভাবে পুড়ে গিয়েছে।

বিদ্যুৎ বিভাগের তত্ত্বাবধায়ক ইঞ্জিনিয়ার ডিকে সিংহ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা শুনে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, একটি হনুমান আচমকা তারের উপর লাফিয়ে পড়ার কারণেই তারটি ছিঁড়ে নীচে থাকা বাইকআরোহীদের মাথায় পড়ে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। বিদ্যুৎ বিভাগের তরফে নিহতের পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন