ছবি : সংগৃহীত।
গুছিয়ে বসে নেল পলিশ পরতে তো ভালই লাগে। কিন্তু নেল পলিশ পরার দু’দিনের মধ্যেই নখের যা অবস্থা হয়, তা দেখলে আর পরার ইচ্ছে থাকে না। সেই ভাবনা থেকে নেল পলিশ পরা ছেড়েই দেন অনেকে। কিন্তু কিছু নিয়ম মেনে চললে নেল পলিশ হাতে ভাল থাকবে দীর্ঘদিন।
কী কী বিষয় খেয়াল রাখবেন
রূপটানশিল্পীরা জানাচ্ছেন নেল পলিশ পরার আগে একটি নিয়ম সব সময় মেনে চলা দরকার। আগে নখের উপরের অংশ এবং তার চারপাশ পরিষ্কার রাখতে হবে। এ ছাড়া নেলপলিশ পরার আগে এবং পরেও কিছু টোটকা কাজে আসতে পারে।
নেল পলিশ পরার আগে
১। নখের উপর কোনও রকম ক্রিম বা তৈলাক্ত ভাব যেন না থাকে। নেল পলিশ পরার আগে নখ ভাল করে পরিষ্কার করে নিন।
২। নখের পাশের কিউটিকলও ভাল ভাবে পরিষ্কার করে নিন।
৩। নখ ভাল করে নেল ফাইল দিয়ে ঘষে পছন্দের আকারে আনুন।
৪। আগে একটি বেস কোট দিয়ে দিন। যেকোনও স্বচ্ছ বা নখের রঙের নেলপলিশ দিয়েই ওই প্রথম আস্তরণটি দেওয়া যেতে পারে।
নেলপলিশ পরা এবং তার পরে
১। নেল পলিশ পরার সময় নখে মোটা আস্তরন দেবেন না। বেস কোট শুকিয়ে যাওয়ার পরে তার উপর নেলপলিশের পাতলা আস্তরণ দিন।
২। নেলপলিশের উপরে দিন আরও একটি আস্তরণ যাকে বলে টপকোট। স্বচ্ছ নেলপলিশ দিয়ে টপকোট করুন।
৩। টপকোটের জন্য যে স্বচ্ছ নেলপলিশ ব্যবহার করবেন, সেটির গুণমানের সঙ্গে কোনও আপোশ করা চলবে না।
৪। টপকোট টানার সময় নখের প্রান্ত পর্যন্ত টানুন।
৫। নেল পলিশ পরার পরে অনেকেই হাত জলে ভেজান বা ডুবিয়ে রাখেন। তা করার কোনও প্রয়োজন নেই।