Sambhal Clash

সম্ভলকাণ্ডে জড়িত ছিল ‘ডি কোম্পানি’! ধৃত ব্যক্তি দাউদের ঘনিষ্ঠ বলে দাবি উত্তরপ্রদেশ পুলিশের

সম্ভলের অতিরিক্ত পুলিশ সুপার শ্রীশ চন্দ্র বলেছেন, ‘‘ধৃত আফরোজ দাউদ গ্যাংয়ের দুবাইয়ের নেতা শারিক সাত্তার কাজ থেকে নির্দেশ নিত। তার সঙ্গে পাক গুপ্তচর সংস্থার আইএসআইয়ের যোগাযোগ ছিল।’’

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১৫:১৯

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

নভেম্বরে সম্ভলে হিংসার ঘটনায় আরও ১০ জনকে রবিবার গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। তাঁদের মধ্যে মোল্লা আফরোজ় নামে এক জন সরাসরি পাকিস্তানে আশ্রয় নেওয়া মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের দলের লোক বলে উত্তরপ্রদেশ পুলিশ দাবি করেছে।

Advertisement

সম্ভলের অতিরিক্ত পুলিশ সুপার শ্রীশ চন্দ্র বলেছেন, ‘‘আফরোজ সরাসরি দাউদ গ্যাংয়ের দুবাইয়ের নেতা শারিক সাত্তার কাছ থেকে নির্দেশ নিত। তার সঙ্গে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের যোগাযোগেরও প্রমাণ মিলেছে। গত ২৪ নভেম্বর সম্ভলে গুলি চালানোর ঘটনায় আফরোজ সরাসরি জড়িত। তার গুলিতেই অন্তত দু’জনের মৃত্যু হয়েছিল সে দিন।’’ আফরোজ়ের পুত্র আফজ়রও সাত্তার গ্যাংয়ের সঙ্গে জড়িত বলে জানান তিনি।

প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর সম্ভলের স্থানীয় আদালতে একটি মামলায় দাবি করা হয়েছিল, মোগল সম্রাট বাবরের আমলে হরিহর মন্দির ভেঙে সেখানকার শাহি মসজিদ তৈরি হয়েছিল। মামলা দায়ের করার কয়েক ঘণ্টার মধ্যেই নিম্ন আদালতের বিচারক আদিত্য গোস্বামী কমিশনার নিয়োগ করে মসজিদে সেই দিনই সমীক্ষার নির্দেশ দেন। কোট গারভী এলাকায় প্রথম দিনের সমীক্ষা নির্বিঘ্নেই হয়েছিল। কিন্তু এর পর গত ২৪ নভেম্বর দ্বিতীয় বার সমীক্ষার সময়ে উত্তেজনা ছড়ায়। তাতে পাঁচ জনের মৃত্যু হয়। পুলিশের গুলিতেই মৃত্যুর ঘটনা ঘটে বলে অভিযোগ। কিন্তু উত্তরপ্রদেশ পুলিশ সোমবার জানিয়েছে, আইএসআই এবং ডি কোম্পানির নির্দেশে অশান্তি বাধাতে সে দিন গুলি চালিয়েছিল আফরোজ়।

Advertisement
আরও পড়ুন