হস্টেল থেকে ঝাঁপ দেওয়ার মুহূর্তের ছবি। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
গ্রেটার নয়ডায় মহিলাদের হস্টেলে আগুন। বৃহস্পতিবার সন্ধ্যার এই ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। দমকল সূত্রে জানা গিয়েছে, আগুন দ্রুত হস্টেলে ছড়িয়ে পড়ায় আটকে পড়েছিলেন দুই তরুণী। এক জনকে তিন তলা থেকে ঝাঁপ দিতে দেখা যায়। সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে (আনন্দবাজার ডট কম তার সত্যতা যাচাই করেনি)। দমকলের তরফে জানানো হয়, নামার জন্য মইয়ে উঠতে গিয়ে পড়ে গিয়েছিলেন তিনি। তবে গুরুতর আঘাত লাগেনি তাঁর। সকলকেই সময়মতো উদ্ধার করা গিয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেটার নয়ডার নলেজ পার্ক-৩ নম্বর এলাকায় অন্নপূর্ণা মহিলা হস্টেলে আগুন লাগে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হস্টেলে এসিতে আগুন লাগে। তা থেকেই আগুন ছড়িয়ে পড়ে। সে সময়ে হস্টেলে খুব বেশি মহিলা ছিলেন না। যাঁরা ছিলেন, তাঁদের বেশির ভাগই বেরিয়ে আসেন। দু’জন তরুণী হস্টেলের তিনতলায় আটকে পড়েন। স্থানীয়েরা তাঁদের বাঁচাতে মই নিয়ে আসেন। দমকল সূত্রে জানা গিয়েছে, সেই মইয়ে চড়ার সময় এক তরুণী পড়ে যান। তবে তিনি গুরুতর জখম হননি।
মুখ্য দমকল আধিকারিক (সিএফও) প্রদীপকুমার চৌবে জানান, বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ আগুন লাগার খবর পান তাঁরা। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন তাঁরা। কিছু ক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কেউ হতাহত হননি।