Assam

সংসারে অনটন, অসমে ২৫ দিনের কন্যাসন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন বাবা!

শিশুর বাবা পেশায় দিনমজুর। তাঁরা অসমের ধেমাজি জেলার বাসিন্দা। গত ৪ অক্টোবর ডিব্রুগড়ের অসম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাঁদের ওই শিশুকন্যার জন্ম হয়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ১৩:০৪

— প্রতিনিধিত্বমূলক ছবি।

দারিদ্রের জেরে ২৫ দিনের শিশুকন্যাকে ৩০ হাজার টাকায় বিক্রি করে দিলেন বাবা! এমনই অভিযোগ উঠেছে অসমের ধেমাজি জেলার বাসিন্দা এক ব্যক্তির বিরুদ্ধে। শিশু কল্যাণ কমিটির হস্তক্ষেপের পর অসমেরই এক চিকিৎসকের বাড়ি থেকে ওই নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, শিশুর বাবা পেশায় দিনমজুর। তাঁরা অসমের ধেমাজি জেলার বাসিন্দা। গত ৪ অক্টোবর ডিব্রুগড়ের অসম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাঁদের ওই শিশুকন্যার জন্ম হয়। অভিযোগ, এর দিন কয়েক পরেই স্থানীয় এক দম্পতির কাছে ৩০ হাজার টাকায় শিশুটিকে বিক্রি করে দেন বাবা-মা।

জেলা শিশু কল্যাণ কমিটির চেয়ারপার্সন রূপালী ডেকা বরগোহাই বলেন, ‘‘চাইল্ড হেল্পলাইন এবং পুলিশের সহায়তায় তদন্ত শুরু হয়। শিশুটির বাবা-মায়ের খোঁজ শুরু হয়। বাবা-মায়ের পাশাপাশি শিশু বিক্রির সঙ্গে জড়িত দালাল এবং ক্রেতা— সকলের বিরুদ্ধেই শিলাপাথার থানায় অভিযোগ দায়ের করা হয়।’’ পুলিশের অনুমান, সম্ভবত অভাবের জেরেই শিশুকে ৩০ হাজার টাকায় বিক্রি করে দিতে বাধ্য হয়েছিলেন ওই দম্পতি। এর পর শিশুর খোঁজে শুরু হয় তল্লাশি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ওই শিশুকে পরে শিলাপাথারেরই এক চিকিৎসকের বাড়ি থেকে উদ্ধার করা হয়। তদন্তে নেমে ওই চিকিৎসকের পাশাপাশি আরও দুই দালালকে গ্রেফতার করেছে পুলিশ। শিশু বিক্রির চক্রের সঙ্গে জড়িত বাকিদের চিহ্নিত করতে শুরু হয়েছে তদন্ত।

আরও পড়ুন
Advertisement