Haryana Train

দিল্লিগামী ট্রেনে দীপাবলির জন্য আতশবাজি নিয়ে যাওয়ার পথে বিস্ফোরণ, গুরুতর জখম চার যাত্রী

কী ভাবে ট্রেনের কামরায় আগুন লাগল, তা জানতে শুরু হয়েছে তদন্ত। ট্রেনের কামরাটি পরীক্ষা করার জন্য ফরেন্সিক বিশেষজ্ঞদের ডাকা হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ১৩:৫৫
বিস্ফোরণের পর ট্রেনের কামরায় তদন্তকারী দল।

বিস্ফোরণের পর ট্রেনের কামরায় তদন্তকারী দল। ছবি: সংগৃহীত।

দীপাবলির জন্য আতশবাজি নিয়ে যাচ্ছিলেন এক যাত্রী। সেই বাজি থেকে বিস্ফোরণ ঘটল দিল্লিগামী ট্রেনে। সোমবার সন্ধ্যায় হরিয়ানার কাছে ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণের জেরে গুরুতর জখম হয়েছেন চার যাত্রী।

Advertisement

জনৈক জিআরপি আধিকারিক জানিয়েছেন, জিন্দ থেকে সাম্পলা এবং বাহাদুরগড় হয়ে দিল্লি যাচ্ছিল ট্রেনটি। কিন্তু হরিয়ানার রোহতকের কাছে হঠাৎই বিস্ফোরণ ঘটে। আগুন লেগে যায় গোটা কামরায়। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় চার দিক। প্রাণ বাঁচাতে ট্রেন থেকে ঝাঁপ দেন কামরায় থাকা চার জন যাত্রী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সাম্পলার স্থানীয় পুলিশ। পৌঁছন আরপিএফ আধিকারিকেরাও। আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বাহাদুরগড় থেকে ফোনে ওই আধিকারিক বলেছেন, ‘‘প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে কোনও বৈদ্যুতিন যন্ত্রে শর্ট সার্কিট হয়ে সেই থেকে আগুনের ফুলকি ছড়ায়। এক যাত্রীর কাছে বেশ কিছু আতশবাজি ছিল। সম্ভবত আগুনের ফুলকি থেকে সেই বাজি ফেটে কামরায় আগুন লেগে যায়।’’ তবে কী ভাবে ট্রেনের কামরায় আগুন লাগল, তা জানতে শুরু হয়েছে তদন্ত। ট্রেনের কামরাটি পরীক্ষা করার জন্য ফরেন্সিক বিশেষজ্ঞদের ডাকা হয়েছে। ওই আধিকারিক আরও জানিয়েছেন, ট্রেন থেকে ঝাঁপ দেওয়ার ফলে আহত হয়েছেন চার যাত্রী। তবে তাঁদের সকলেরই অবস্থা আপাতত স্থিতিশীল।

Advertisement
আরও পড়ুন