Air India Flight

দুবাইগামী এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ কেরলে! ল্যান্ডিং গিয়ারে সমস্যা?

পাইলটের কাছ থেকে জরুরি অবতরণের বার্তা পেয়েই সতর্ক হয়ে যায় বিমানবন্দর। বিমানটিকে জরুরি অবতরণের জন্য অনুমতিও দেওয়া হয়। তবে বিমানটিকে নিরাপদেই অবতরণ করিয়েছেন পাইলট।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫ ১৭:৪৯
এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ। প্রতিনিধিত্বমূলক ছবি।

এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ। প্রতিনিধিত্বমূলক ছবি।

দুবাইগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানকে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হল কেরলের কারিপুর বিমানবন্দরে। শুক্রবার সকালে কেরলের কারিপুর বিমানবন্দর থেকে সওয়া ৮টা নাগাদ ওড়ার কথা ছিল বিমানটির। নির্ধারিত সময়ে বিমানবন্দর থেকে রওনা হয় সেটি। কিন্তু ওড়ার কিছু ক্ষণ পরই পাইলট বুঝতে পারেন বিমানে কিছু একটা সমস্যা হয়েছে। সঙ্গে সঙ্গে তিনি আবার কারিপুর বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করেন।

Advertisement

পাইলটের কাছ থেকে জরুরি অবতরণের বার্তা পেয়েই সতর্ক হয়ে যায় বিমানবন্দর। বিমানটিকে জরুরি অবতরণের জন্য অনুমতিও দেওয়া হয়। তবে বিমানটিকে নিরাপদেই অবতরণ করিয়েছেন পাইলট। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বিমানের ল্যান্ডিং গিয়ারে কোনও যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। কিন্তু পাইলট সময় মতো সেই ত্রুটি ধরতে পেরেই জরুরি অবতরণের বার্তা দেন।

বিমানে ১৮২ জন যাত্রী ছিলেন। সকলেই নিরাপদ বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি পর পর দু’টি বিমান দুর্ঘটনা হয়েছে কাজ়াখস্থান এবং দক্ষিণ কোরিয়ায়। সেই ঘটনার রেশ এখনও যায়নি। দক্ষিণ কোরিয়ার ঘটনায় বিমানের ল্যান্ডিং গিয়ারে সমস্যা হয়েছিল বলেই প্রাথমিক তদন্তে উঠে এসেছে। পাইলট ‘বেলি ল্যান্ডিং’ করানোর সময়েই সেটি দুর্ঘটনাগ্রস্ত হয়। তবে দুবাইগামী এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক গোলযোগ হলেও পাইলট বিমানটিকে নিরাপদে অবতরণ করিয়েছেন।

Advertisement
আরও পড়ুন