Aishwarya Rai Bachchan

বাবা-মাকে একসঙ্গে পেয়ে আনন্দে লাফ আরাধ্যার! কেন কটাক্ষ ধেয়ে এল বচ্চন দম্পতির দিকে?

খুশি বচ্চন দম্পতির অনুরাগীরা। তবে সবচেয়ে বেশি খুশি কন্যা আরাধ্যা। সম্প্রতি এক ভিডিয়োয় তেমন দৃশ্যই প্রকাশ্যে এল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫ ১৭:২২
Aradhya spotted jumping suddenly while walking with her mother Aishwarya Rai Bachchan

ছবি: সংগৃহীত।

বিচ্ছেদের জল্পনায় ইতি টেনেছেন কিছু দিন আগেই। দিব্যি আছেন বচ্চন দম্পতি। বিশেষ করে আরাধ্যার স্কুলের অনুষ্ঠানই বিচ্ছেদের জল্পনা মিটিয়ে দিয়েছে। সেই অনুষ্ঠানে পাশাপাশি দর্শকাসনে বসেছিলেন ঐশ্বর্যা রাই ও অভিষেক বচ্চন। ছিলেন অমিতাভ বচ্চনও। অনুষ্ঠান শেষে মেয়েকে নিয়ে একসঙ্গে বাড়ির দিকে রওনা দিয়েছিলেন অভিষেক-ঐশ্বর্যা। এ দৃশ্য দেখে খুশি বচ্চন দম্পতির অনুরাগীরা। তবে সবচেয়ে বেশি খুশি কন্যা আরাধ্যা। সম্প্রতি এক ভিডিয়োয় তেমন দৃশ্যই প্রকাশ্যে এল।

Advertisement

২০২৪ জুড়ে ঐশ্বর্যা ও অভিষেকের বিচ্ছেদ নিয়ে চর্চা হয়েছে। বার বার একাকী মায়ের হাত ধরে বহু জায়গায় যেতে দেখা গিয়েছে আরাধ্যাকে। কিন্তু বছরশেষে সব জল্পনার সমাপ্তি। এমনকি নতুন বছরের শুরুতে একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন তাঁরা। শনিবার বিমানবন্দরে মা-বাবার সঙ্গেই মেয়েকে ফিরতে দেখা গিয়েছে। ছবিশিকারিরা সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন।

বিমানবন্দর থেকে বেরিয়ে আসছিলেন তিন জন। অভিষেক হাঁটছিলেন কিছুটা আগে। পিছনে মা-মেয়ে একসঙ্গে। হঠাৎ লাফিয়ে ওঠে আরাধ্যা। চমকে যান ঐশ্বর্যা। ঘাবড়ে গিয়ে প্রশ্ন করেন, “তোমাকে কেউ ধাক্কা দিয়েছে?” কিন্তু আরাধ্যার মুখে হাসি দেখে বোঝেন, এ তো মেয়ের দুষ্টুমি। সে আনন্দে লাফিয়ে উঠেছে। এত দিন পরে বাবা-মাকে একসঙ্গে পেয়েই কি আরাধ্যার এই অভিব্যক্তি? অন্তত তেমনই মনে করেছেন ঐশ্বর্যা-অভিষেকের অনুরাগীরা।

তবে অভাব নেই নিন্দকেরও। কারও কারও দাবি, এত বড় হয়েও শিশুসুলভ আচরণ থেকে গিয়েছে আরাধ্যার মধ্যে। এক নেটাগরিক লিখেছেন, “এই মেয়েটির বোধহয় কোনও সমস্যা রয়েছে। ছোট বাচ্চাদের মতো লাফাচ্ছে কেন?” আর এক জনের মন্তব্য, “মা অতিরিক্ত আগলে রাখে বলেই মেয়ে পরিণত হয়নি এখনও। এই আচরণ মোটেই স্বাভাবিক নয়।” তবে এ সবে কান দিচ্ছেন না ঐশ্বর্যা ও অভিষেক কেউই। দু’জনই এখন পরস্পরের সঙ্গে সুসময় কাটাতে ব্যস্ত।

Advertisement
আরও পড়ুন