Building Collapsed

নির্মীয়মাণ বহুতলের একাংশ ভেঙে দুর্ঘটনা, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু দুই শ্রমিকের

রায়পুরের ভিআইপি রোডের পাশে বিশাল নগর এলাকার এক নির্মীয়মাণ বহুতলের একাংশ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। ওই বহুতলের সাত এবং ১০ তলায় কাজ চলছিল শনিবার। সেখানেই দুর্ঘটনা ঘটে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ২১:১১
Two people died and several were injured after collapse at construction site in Raipur

ভেঙে পড়া নির্মীয়মাণ বহুতলের ধ্বংসস্তূপের তলা থেকে চলছে উদ্ধারকাজ। ছবি: পিটিআই।

নির্মীয়মাণ বহুতলের একাংশ ভেঙে মৃত্যু হল দুই শ্রমিকের। আহত আরও কয়েক জন। শনিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের রায়পুরে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রায়পুরের ভিআইপি রোডের পাশে বিশাল নগর এলাকার এক নির্মীয়মাণ বহুতলের একাংশ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। ওই বহুতলের সাত এবং ১০ তলায় কাজ হচ্ছিল শনিবার। দুপুর সাড়ে ৩টে নাগাদ আচমকাই নির্মীয়মাণ চাঁই ভেঙে পড়ে। শ্রমিকেরা লোহার সরঞ্জামের নীচে আটকে রয়েছেন অনেকে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে খবর। চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয়েছে দুই শ্রমিকের।

রায়পুরের এসএসপি লক্ষ্মণ পাটলে জানান, ‌ধ্বংসস্তূপের তলায় আর কেউ আটকে রয়েছে কি না, তা নিশ্চিত করার কাজ চলছে। ঘটনাস্থলে সন্ধ্যা পর্যন্ত ছিল উদ্ধারকারী দল। তবে নতুন করে কোনও আহতের সন্ধান মেলেনি।

Advertisement
আরও পড়ুন