Delhi

দিল্লিতে মিলল ডেলিভারি কর্মীর ক্ষতবিক্ষত দেহ, শরীরে ধারালো অস্ত্রের আঘাত, তদন্তে পুলিশ

রবিবার সকালে স্থানীয়েরাই প্রথম ক্ষতবিক্ষত অবস্থায় দেহটি পড়ে থাকতে দেখেন। নিহত ব্যক্তি সন্ত কবীর নগরের বাসিন্দা। বাড়িতে তাঁর স্ত্রী এবং খুদে দুই সন্তান রয়েছে। একটি জনপ্রিয় ডেলিভারি সংস্থায় কাজ করতেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ ২১:৪৩
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

পার্কের ভিতর উদ্ধার হল মিলল ডেলিভারি কর্মীর ক্ষতবিক্ষত দেহ। শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন। রবিবার উত্তর-পশ্চিম দিল্লিতে ঘটনাটি ঘটেছে। সকালে প্রাতর্ভ্রমণে বেরিয়ে স্থানীয়েরা দেহটি পড়ে থাকতে দেখেন। তাঁরাই পুলিশে খবর দেন। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর-পশ্চিম দিল্লির রোহিণীর প্রশান্ত বিহার এলাকায় ঘটনাটি ঘটেছে। রবিবার সকালে প্রাতর্ভ্রমণে বেরিয়ে স্থানীয়েরাই প্রথম ক্ষতবিক্ষত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। গায়ে ডেলিভারি কর্মীর পোশাক। এর পর সকাল ৭টা ১৫মিনিট নাগাদ পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে দ্রুত ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান পুলিশকর্মীরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, নিহত ব্যক্তি সন্ত কবীর নগরের বাসিন্দা। বাড়িতে তাঁর স্ত্রী এবং খুদে দুই সন্তান রয়েছে। একটি জনপ্রিয় অ্যাপনির্ভর ডেলিভারি সংস্থায় কাজ করতেন তিনি। ঘটনাস্থল থেকে ব্যক্তির মোবাইল ফোন এবং টাকার ব্যাগ অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে। কোনও টাকা চুরি হয়নি। এমনকি পাশেই পড়ে রয়েছে ডেলিভারির ব্যাগটিও। এর পরেই পুলিশের অনুমান, চুরির জন্য নয়, বরং ব্যক্তিগত শত্রুতার জেরে খুন করা হয়ে থাকতে পারে ওই ব্যক্তিকে।

ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দলও ঘটনাস্থলে পৌঁছেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাবা সাহেব অম্বেডকর হাসপাতালে পাঠানো হয়েছে। ‘খুনি’কে শনাক্ত করতে এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন