Rajasthan

রাজস্থানের কোটায় ভেঙে পড়ল নির্মীয়মাণ টানেল, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু শ্রমিকের

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, মৃত শ্রমিকের নাম শমসের সিংহ (৩৩)। ঘটনায় আরও তিন জন শ্রমিক আহত হয়েছেন। তাঁদের কোটার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ ১৭:২০

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ধসে পড়ল সড়কের নির্মীয়মাণ টানেলের একটি অংশ। তারই নীচে চাপা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। শনিবার রাতে রাজস্থানের কোটায় ঘটনাটি ঘটেছে। ঘটনার জেরে গুরুতর আহত হয়েছেন আরও তিন শ্রমিক।

Advertisement

কোটা গ্রামীণ পুলিশের সুপার সুজিত শঙ্কর সংবাদ সংস্থাকে জানিয়েছেন, নির্মীয়মাণ ওই টানেলটি দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের অংশ। শনিবার রাতে রাজস্থানের কোটার রামগঞ্জ মান্ডির মোদক এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সে সময় শ্রমিকদের মধ্যে কাজ ভাগ করে দেওয়া হচ্ছিল। সে জন্য টানেলের মুখে জড়ো হয়েছিলেন শ্রমিকেরা। তখনই হঠাৎ ওই টানেলের একটি অংশ হুড়মুড়িয়ে ধসে পড়ে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান এক জন শ্রমিক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, মৃত শ্রমিকের নাম শমসের সিংহ (৩৩)। ঘটনায় আরও তিন জন শ্রমিক আহত হয়েছেন। তাঁদের কোটার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পৌঁছন ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএআই)-র আধিকারিকেরাও। কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন