Delhi Pollution

মরসুমের দূষিততম দিন দিল্লিতে! ধোঁয়াশায় ঢাকল রাজধানী শহর, দূষণ রোধে জারি আট দফা বিধিনিষেধ

পরিসংখ্যান বলছে, সোমবার এই মরসুমের দূষিততম দিনের সাক্ষী থাকছেন দিল্লির বাসিন্দারা। দূষণ রুখতে আট দফা বিধিনিষেধ জারি করেছে দিল্লি প্রশাসন। তার পরেও অবশ্য দূষণে লাগাম পরানো যাচ্ছে না।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১০:০০
ধোঁয়াশার চাদরে ঢেকেছে দিল্লি।

ধোঁয়াশার চাদরে ঢেকেছে দিল্লি। —ফাইল চিত্র।

পারদপতনের সঙ্গে পাল্লা দিয়ে দূষণ বাড়ছে দিল্লিতে। সোমবার সকাল ৯টায় সেখানে বায়ুর গুণগত মান (এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই) রয়েছে ৪৮৫। রবিবার সন্ধ্যায় এই মান ছিল ৪৫৫। পরিসংখ্যান বলছে, সোমবার এই মরসুমের দূষিততম দিনের সাক্ষী থাকছেন দিল্লির বাসিন্দারা। দূষণ রুখতে আট দফা বিধিনিষেধ জারি করেছে দিল্লি প্রশাসন। তার পরেও অবশ্য দূষণে লাগাম পরানো যাচ্ছে না।

Advertisement

বিগত এক সপ্তাহ ধরেই ‘ভয়াবহ’ বায়ুদূষণের শিকার দিল্লির বাসিন্দারা। দিনদুপুরেও ঘন ধোঁয়াশায় ঢাকা থাকছে দেশের রাজধানী শহর। ফলে কমেছে দৃশ্যমানতা। দেরিতে চলছে ট্রেন এবং বিমান। যাত্রীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে বিমানবন্দরে পৌঁছনোর পরামর্শ দিচ্ছে বিমান সংস্থাগুলি। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে ‘গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান’ (গ্র্যাপ-৩) চালু করেছে দিল্লি সরকার। আট দফা বিধিনিষেধ কার্যকর করা হয়েছে।

নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বহনকারী ট্রাক ছাড়া অন্য ভারী যানবাহন আপাতত দিল্লিতে প্রবেশ করতে পারবে না। আধুনিকতম ইঞ্জিনবিশিষ্ট গাড়ি ছাড়়া অন্য ছোট গাড়ি প্রবেশের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। আপাতত পরিকাঠোমা নির্মাণের কাজও স্থগিত করতে বলা হয়েছে। স্কুলগুলিকে দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণি বাদে অন্য সব শ্রেণির পঠনপাঠন অনলাইনে করানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্য দিকে, সোমবার সকালে ধোঁয়াশার দেখা মিলেছে আরব সাগরের উপকূলবর্তী মুম্বইয়েও। দেশের বাণিজ্যনগরীতে বায়ুর গুণগত মান ১৭৯। তবে এই ধরনের ধোঁয়াশা শেষ কবে দেখা গিয়েছে, তা মনে করতে পারছেন না মুম্বইকররা।

Advertisement
আরও পড়ুন