Uttar Pradesh

উত্তরপ্রদেশে বাড়ির বাইরে থেকে গাড়িতে তুলে দলিত কিশোরীকে ধর্ষণ, ধরা পড়লেন অভিযুক্ত

সকালে বাড়ির অদূরেই আবর্জনা ফেলতে গিয়েছিল বছর ১৬-র ওই কিশোরী। সে সময় তার বাবা-মা ক্ষেতে কাজ করছিলেন। তখনই সুযোগ বুঝে বাড়ির সামনে থেকে নাবালিকাকে জোর করে গাড়িতে তুলে নেন অভিযুক্ত।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ২২:৫০
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

বাড়ির বাইরে থেকে তুলে নিয়ে গিয়ে চলন্ত গাড়িতে দলিত কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটল উত্তরপ্রদেশে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিও।

Advertisement

রবিবার উত্তরপ্রদেশ পুলিশের তরফে জানানো হয়েছে, চলতি সপ্তাহে উত্তরপ্রদেশের মোরাদাবাদে ঘটনাটি ঘটেছে। সকালে বাড়ির অদূরেই আবর্জনা ফেলতে গিয়েছিল বছর ১৬-র ওই কিশোরী। সে সময় তার বাবা-মা ক্ষেতে কাজ করছিলেন। তখনই সুযোগ বুঝে বাড়ির সামনে থেকে নাবালিকাকে জোর করে গাড়িতে তুলে নেন অভিযুক্ত। গাড়ির ভিতরেই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ধর্ষণের পাশাপাশি চলতে থাকে জাত তুলে অকথ্য গালিগালাজ। অভিযোগ, গোটা ঘটনার ভিডিয়োও ধরে রাখেন ওই যুবক। এর পর গ্রামের বাইরে একটি শ্মশানের কাছে নির্জন এলাকায় কিশোরীকে ফেলে রেখে চম্পট দেন।

কিশোরীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। শুক্রবার ঠাকুরদ্বারা থানার বাসিন্দা ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। যদিও পুলিশ জানিয়েছে, কিশোরীর বুদ্ধিতেই ধরা পড়েছেন যুবক। গাড়ির ড্যাশবোর্ডে রাখা পরিচয়পত্রে অভিযুক্তের নামপরিচয় দেখে ফেলেছিল নির্যাতিতা। সেই সূত্র ধরে তদন্তে নেমে অভিযুক্তের খোঁজ পেয়েছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে। পাশাপাশি, শিশু সুরক্ষা আইন (পকসো) এবং তফসিলি জাতি ও জনজাতি (নিপীড়ন প্রতিরোধ) আইনের অধীনেও মামলা দায়ের করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন