সুবোধ অধিকারীর হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন অর্জুন ঘনিষ্ঠ বিট্টু জয়সওয়াল। —নিজস্ব চিত্র।
হালিশহরে বিজেপির গড়ে ফাটল! বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বিজেপি নেতা তথা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংহের ঘনিষ্ঠ বিট্টু জয়সওয়াল। সঙ্গে দল ছেড়ে তৃণমূলে গেলেন আরও প্রায় ২৫০ জন বিজেপি কর্মী ও সমর্থক।
রবিবার সুবোধের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন অর্জুন ঘনিষ্ঠ বিট্টু। তিনি ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি সদস্য তথা বীজপুর বিধানসভার বিজেপির আহ্বায়ক ছিলেন। সঙ্গে প্রায় ২৫০ জন বিজেপি কর্মীও দল ছেড়ে তৃণমূলে নাম লেখান। হালিশহরের হাজিনগর ছাইমাঠে আয়োজিত হাজিনগর উৎসব মঞ্চে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়েছে।
তবে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের পর বিট্টু জানাচ্ছেন, বিজেপিতে থাকাকালীন কোনও কর্মসূচি ছিল না। সে কারণেই দল ছেড়ে আসা। একদা অর্জুন-ঘনিষ্ঠ বিট্টুর কথায়, ‘‘মানুষের জন্য কাজ করতে পারছিলাম না। তাই তৃণমূল কংগ্রেসে এলাম মানুষের জন্য কাজ করতে।’’ অন্য দিকে, বীজপুরের বিধায়ক সুবোধ বলছেন, ‘‘সকলেরই অধিকার রয়েছে তার পছন্দের দল করার। বিট্টু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্থ ভৌমিকের অনুপ্রেরণায় তৃণমূলে এসেছেন মানুষের জন্য কাজ করবেন বলে। বিট্টু তৃণমুলে আসায় দলও আরও শক্তিশালী হবে।’’
প্রসঙ্গত, সব মিলিয়ে সময় ভাল যাচ্ছে না অর্জুনের। সিআইডি তলব করার পরে চলতি সপ্তাহেও ভবানী ভবনে হাজিরা দিয়েছেন তিনি। ভাটপাড়া পুরসভার ত্রাণ তহবিলের টাকা বেআইনি ভাবে খরচ করার অভিযোগে তাঁর বিরুদ্ধে সিআইডি নোটিস পাঠায়। যদিও পাল্টা হুঁশিয়ারি দিয়ে অর্জুন জানিয়েছেন, ‘মিথ্যা মামলায়’ তদন্তের নামে যে সরকারি কর্তারা ‘হেনস্থা’ করছেন, বিজেপি ক্ষমতায় এলে তাঁদের ছাড়া হবে না। সেই আবহেই এ বার অর্জুনকে ছেড়ে গেলেন ঘনিষ্ঠেরা।