IIT Madras Director on Cow Urine

গোমূত্রের ওষধি গুণ নিয়ে পঞ্চমুখ আইআইটি মাদ্রাজ প্রধান! ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শুরু হল বিতর্ক

সম্প্রতি তামিলনাড়ুতে গো সমরক্ষাশালায় আয়োজিত একটি অনুষ্ঠানে আইআইটি মাদ্রাজের প্রধান ভিজিনাথন কামকোটি বলেন, ‘‘গোমূত্রের নানাবিধ ওষধি গুণ রয়েছে। এটি ব্যাকটিরিয়া ও ছত্রাকনাশক।’’

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১৯:৫৭

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

গোমূত্রের ওষধি গুণ নিয়ে প্রশংসা ভারতের অন্যতম সেরা বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিষ্ঠান আইআইটি-র প্রধানের! মন্তব্য প্রকাশ্যে আসার পরেই শুরু হয়েছে সমালোচনা। শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতরও।

Advertisement

সম্প্রতি তামিলনাড়ুতে গো সমরক্ষাশালায় আয়োজিত পোঙ্গলের অনুষ্ঠানে আইআইটি মাদ্রাজের প্রধান ভিজিনাথন কামকোটির একটি বক্তৃতার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। তাতেই ভিজিনাথনকে বলতে শোনা যাচ্ছে, ‘‘গোমূত্রের নানাবিধ ওষধি গুণ রয়েছে। এটি ব্যাকটেরিয়া ও ছত্রাকনাশক। পাশাপাশি, পাচক হিসাবেও গোমূত্রের জুড়ি মেলা ভার। গোমূত্র হজমজনিত নানা সমস্যার প্রতিকারক হিসাবে ব্যবহার করা যায়।’’ এ সবের পাশাপাশি সংক্ষিপ্ত বক্তৃতায় জৈবসার ব্যবহারের উপরও জোর দিয়েছেন ভিজিনাথন।

যদিও গোমূত্র প্রসঙ্গে এই মন্তব্যের পরেই নানা মহলে শুরু হয়ে গিয়েছে সমালোচনা। ডিএমকে নেতা টিকেএস এলানগোভানের কটাক্ষ, এ ভাবেই দিনে দিনে দেশের শিক্ষার হাল কার্যত ‘নষ্ট’ করে দিচ্ছে কেন্দ্র। তিনি আরও বলেন, ‘‘আইআইটি তো ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত। উনি আইআইটিতে কী করছেন? ওঁকে বরং আইআইটির বদলে এমসের ডিরেক্টর পদে বসানো হোক! ওঁরা উত্তরপ্রদেশে বা অন্য কোথাও গিয়ে গোমূত্র নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে মানুষকে ঠকাতে পারেন, এখানে নয়। ওঁর মতো শিক্ষকেরা যদি ক্লাস নেন, সেটা পড়ুয়াদের জন্য দুর্ভাগ্যজনক।’’ কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরমও বলেন, ‘‘আইআইটির ডিরেক্টর সিউডো-সায়েন্স চর্চা করছেন!’’ যদিও এর পরেই পাল্টা যুক্তি খাড়া করেছে বিজেপি। বিজেপি নেতা নারায়ণ তিরুপতি বলেন, ‘‘গোমূত্র প্রাচীন কাল থেকেই ভারতে একটি ঐতিহ্যবাহী ‘ওষুধ’। অনেক ওষুধেও গোমূত্র মেশানো থাকে। আইআইটির ডিরেক্টরের মতো এক জন উচ্চশিক্ষিত মানুষকে নিয়ে এমন মন্তব্য করা যায় না।’’

Advertisement
আরও পড়ুন