Tiger reserve

ব্যাঘ্র প্রকল্পে নিজের গাড়ি চালিয়ে ঘুরে বেড়ালেন জেলাশাসক! শুরু তদন্ত

বন দফতরের কাছে অভিযোগটি করেছেন সমাজকর্মী অজয় দুবে। তাঁর দাবি, প্রায় প্রতি সপ্তাহে বন্ধুদের নিয়ে সিধি ব্যাঘ্র প্রকল্পের ভিতরে নিজের গাড়ি নিয়ে ঘুরে বেড়িয়েছেন জেলাশাসক সোমবংশী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ১৮:৫১
ব্যাঘ্র প্রকল্পে নিজের গাড়ি নিয়ে প্রবেশের অভিযোগ জেলাশাসকের বিরুদ্ধে।

ব্যাঘ্র প্রকল্পে নিজের গাড়ি নিয়ে প্রবেশের অভিযোগ জেলাশাসকের বিরুদ্ধে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

মধ্যপ্রদেশের সঞ্জয় ব্যাঘ্র প্রকল্পের ভিতরে নিজের গাড়ি চালিয়ে ঘুরে বেড়ানোর অভিযোগ উঠেছে জেলাশাসকের বিরুদ্ধে। আরও অভিযোগ, এক বার নয়, বেশ কয়েক বার এই কাণ্ড ঘটিয়েছেন সিধির জেলাশাসক স্বরচীশ সোমবংশী। এই নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

Advertisement

বন দফতরের কাছে অভিযোগটি করেছেন সমাজকর্মী অজয় দুবে। তাঁর দাবি, প্রায় প্রতি সপ্তাহে বন্ধুদের নিয়ে সিধি ব্যাঘ্র প্রকল্পের ভিতরে নিজের গাড়ি নিয়ে ঘুরে বেড়িয়েছেন জেলাশাসক সোমবংশী। এতে বিব্রত হয়েছে পশুরা। অজয়ের অভিযোগ, নিজের গাড়ি নিয়ে ঘুরে বেড়িয়ে আইন ভেঙেছেন জেলাশাসক। ব্যাঘ্র প্রকল্পে প্রবেশের জন্য বন দফতরের উপরও চাপ দিয়েছেন। বুধবার ব্যাঘ্র প্রকল্প পর্যটকদের জন্য বন্ধ থাকে। সেই দিনও তিনি বন্ধুদের নিয়ে জঙ্গলে ঘুরে বেড়িয়েছেন বলে অভিযোগ ওই সমাজকর্মীর। তাঁর দাবি, বুধবার রাত পর্যন্ত ব্যাঘ্র প্রকল্পের ভিতে জেলাশাসকের গাড়ি দেখা গিয়েছে।

সঞ্জয় ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর অমিত কুমার জানিয়েছেন, এই বিষয়ে বন দফতর উদ্বেগ প্রকাশ করে চিঠি পাঠিয়েছে তাঁকে। সেখানে সমাজকর্মীর অভিযোগের কথাও বলা রয়েছে। তিনি জানিয়েছেন, এই নিয়ে তদন্ত চলছে। তদন্তকারী আধিকারিক নিযুক্ত হয়েছেন মাজহোলি সাব ডিভিশনাল অফিসার নরেন্দ্র রবি। শীঘ্রই তদন্তের রিপোর্ট জমা পড়বে। অভিযুক্ত জেলাশাসক সোমবংশী যদিও এই নিয়ে কোনও মন্তব্য করেননি।

Advertisement
আরও পড়ুন